বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষা উপকরণ ও অর্থ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। ট্রাস্টের চেয়ারম্যান ও সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেওয়ান মিয়ার সভাপতিত্বে- একাকার কৃতি সন্তান, মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কো-চেয়ারম্যান, আয়ারল্যান্ড প্রবাসী নুরুজ্জামান শাহীন এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোয়াই পত্রিকার সম্পাদক মোঃ শামিম আহসান।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ, মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের কো-চেয়ারম্যান নুরুজ্জামান শাহীন প্রমূখ।
এ সময় সকল বক্তারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং প্রধান অথিতি বলেন মমতা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে গরীব অসহায়রা উপকৃত হবেন বলে আশা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানের ধারাবাহিতা ধরে রাখার জন্য ট্রাস্টের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সাজেদা বেগম, সহকারী শিক্ষক পিন্টু চন্দ্র রায়, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মনু মিয়া, মোঃ জিতু মিয়া।
এতে উপস্থ্তি ছিলেন সহকারি শিক্ষিকা দিলারা বেগম, শিক্ষিকা কুলসুমা খাতুন, শিক্ষিকা উর্মিলা রায়, বিশিষ্ট ব্যবসায়ী এম এ হায়দার মিজু, মোঃ গোলাপ মিয়া, মোঃ আজিজুল ইসলাম, শিশু মিয়া, মোঃ লিয়াকত আলী, মোঃ এমরান মিয়া, মোঃ জুয়েল মিয়া, মোঃ এমরুল মিয়া। অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরানী জামে মসজিদ এর ইমাম মুফতি আবুল বাশার আল-হানাফী। অনুষ্ঠান পরিচালনা করেন যশেরআব্দা যুব কল্যাণ সংস্থার সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম জীবন। আলোচনা সভাশেষে ট্রাস্টের পক্ষ থেকে অথিতিদের উপস্থিতে সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সততা স্টোরের কার্যকম শুরু হয় এবং সদর উপজেলার গোপায়া গ্রামের মোঃ সাজিদ মিয়ার মেয়ের বিয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা ও বিভিন্ন স্কুলের গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীসহ মেধা বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ, স্কুলব্যাগ, টিফিন বক্স, খাতা, কলম, সম্মাননা স্মারকসহ শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com