শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে কৃষি প্রণোদনা বিতরণ করলেন এমপি আবু জাহির শহরে মোতাচ্ছিরুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ এতেকাপে থাকাবস্থায় নবীগঞ্জের এক চেয়ারম্যান প্রার্থী মারামারির মামলার প্রধান আসামী ॥ প্রাণনাশের হুমকি দিচ্ছেন একই গ্রামের অপর প্রার্থী হবিগঞ্জে ভ্যাপসা গরমে অতিষ্ঠ শহরবাসী নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাধবপুরে কম্বাইন হারভেষ্টার যন্ত্র দিয়ে ধান কাটার উদ্বোধন রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন

জেলা শ্রমিকদলের সভায় মেয়র জি কে গউছ জনগণের ভাগ্যন্নোয়ন করতে হলে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করতে হবে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়ালের সমর্থনে জেলা শ্রমিকদলের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। সভায় ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান আউয়াল উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সিনিয়ির সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি মাহবুব আলী খান ও আব্দুস সহিদ, যুগ্ম সম্পাদক রতন আনসারী, সোহেল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন ও ওয়াহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক তুহিন খান, হাজী আব্দুল ওয়াহাব, সদস্য আবুল কালাম মাষ্টার, গাজীউর রহমান গাজী, ফুল মিয়া, শেখ আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, শাহজাহান মিয়া, নুরুল হক লিটন, আনোয়ারুল ইসলাম প্রমুখ।
সভায় মেয়র জি কে গউছ বলেন- বর্তমান সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ সরূপ বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনে সরকারের বুলেটের জবাব জনগণ ব্যালটের মাধ্যমেই দিবে। জোট সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভোটের মাঠে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। হবিগঞ্জ সদর উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র জি কে গউছ বলেন- ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ও মাহবুবুর রহমান আউয়ালকে নির্বাচিত করুন, তারা জনগণের ভাগ্যন্নোয়নে কাজ করবে।
মরহুম এডভোকেট পন্ডিত আব্দুল করিম আখঞ্জী
স্মরণে জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের শোক সভা
প্রেস বিজ্ঞপ্তি ॥ এডভোকেট পন্ডিত আব্দুল করিম আখঞ্জি স্মরণে গতকাল বুধবার দুপুর ২টায় বার লাইব্রেরীর ২য় শাখার ২য়তলায় জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। এডভোকেট সামছু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট রমিজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন, সুফি মিয়া, বদরু মিয়া, কামাল উদ্দিন আহমেদ সেলিম,  জমশেদ মিয়া, মুদ্দত আলী, আবুল ফজল, মাসুদ করিম আখঞ্জি তাপস, এ এফ এম খাইরুল ইসলাম খোকন, ফয়সল আহমেদ চৌধুরী, সৈয়দ মোজাম্মিল আলী, জসিম উদ্দিন, আব্দুল মতিন প্রমূখ। উক্ত সভায় উপস্থিত ছিলেন, হাবিবু রহমান চৌধুরী, আজিজুর রহমান আজিজ, মুহিবুর রহমান বাহার, এনামুল হক মোশাহিদ, সেলিনা সুলতানা, ফারুক আহমেদ, এ জে জালাল আহমেদ, মাহবুব জামান সিদ্দিকী, মোঃ আব্দুর রহিম, মোশাররফ হোসেন প্রমূখ। সভার শুরুতেই মরহুমের স্মরণে ১ মিনিট নিরবতা এবং সভা শেষে শোক সন্তপ্ত পবিারের প্রতি সমবেদনা জানান এবং  মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিজ্ঞ এডভোকেট হাফিজুর রহমান হাফিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com