সোমবার, ২৬ মে ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

সুরঞ্জিত সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবলীগের প্রার্থনা ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভাটি বাংলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের ১ম মৃত্যুবার্ষিকী উপলে অস্বচ্ছল লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। এছাড়াও প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়েছে। গতকাল সোমবার সকালে হবিগঞ্জ শহরের কালিগাছতলা কালীমন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  শীতবস্ত্র বিতরণ করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
হবিগঞ্জ বিএমএ’র সহ-সভাপতি ডাঃ আসিত রঞ্জন দাশের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল আচার্য্য, কাউন্সিলর দিলীপ কুমার দাশ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন লাল বণিক ও সুজিত বণিক, কাউন্সিলর গৌতম রায়, জেলা যুবলীগের সহ সভাপতি শওকত আকবর সোহেল, জেলা যুবলীগের যুগ্ম সারধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার শ্যামল দাশ, শান্তনু দাশ অলক, বিপ্লব রায় সুজন, রাহুল দাশ, এসডি সুমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com