স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দ্বিগম্বর বাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হাজী মাদাম ও রাজসুরত গ্রামের হিন্দু সম্প্রদায়ের শ্মশান দখল করেছে এক প্রভাবশালী ব্যক্তি। শ্মশানের জায়গা উদ্ধারের ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন জেলা ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার বিকেলে হাজী মাদাম গ্রামে এ মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ শ্মশানের জায়গা উদ্ধারের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, পুটিজুরি ইউপি চেয়ারম্যান সাছুদ্দিন আহমেদ তারা। বাবুল দেবের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মদ্দুত আলী, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক ও সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টার ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মণ্ডলির সদস্য এডভোকেট মুরলি ধর দাশ, এডভোকেট সুধাংশু সূত্রধর, স্বপন লাল বণিক, সহ-সাধারণ সম্পাদক বিপুল রায়, সাংগঠনিক সম্পাদক রনধীর দাস, সিনিয়র সদস্য অজিত কুমার পাল, কমরেড হিরেন্দ্র দত্ত, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী শ্যামল কান্তি দাস, যুব বিষয়ক সম্পাদক পংকজ কান্তি দাশ, পুটিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্, দ্বিগাম্বর বাজার কমিটির সভাপতি খন্দকার হারিছ মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ বাহুবল উপজেলা সভাপতি নিহার রঞ্জন দেব, সাধারণ সম্পাদক সত্যেন্দ্র চন্দ্র দাশ, সহ-সভাপতি বিকাশ দাস, নীশি কান্ত গোপ, অনূকুল দাশ, সদস্য প্রণব ঘোষ, সুতাংশু পাল, রাজীব দাশ, মিহির বণিক, নুপেন্দ্র দেব নাথ প্রমুখ।
সভায় কাগজপত্র জাচাই বাচাই শেষে বিস্তারিত আলোচনা করে শ্মশান পুনরুদ্ধারে সকলেই একযোগে কাজ করার আশ্বাস দেন।
জানা যায়, জমিদারী শাসনকালে স্থানীয় হিন্দু ও মুসলমানদের জন্য আলাদাভাবে একটি শ্মশান ও একটি করবস্থান নির্মাণ করেন ওই এলাকার জমিদার নলীনি মোহন কর। পরবর্তীতে ওই শশ্মানঘাটের পাশ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক নির্মাণ করা হয়। এ সময় ২ শতক জায়গা মহাসড়কেরচলে যায়। এক পর্যায়ে দ্বিগম্বর বাজার গড়ে উঠলে শশ্মানের জায়গায় একটি টং দোকান নির্মাণ করে মুহিত মিয়া। পরে সেখানে তিনি একটি আধাপাঁকা ঘর নির্মাণ করা হয়।