প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ এস,এম ফাউন্ডেশনের চেয়ারম্যান সরদার আফজালের যুক্তরাজ্য সফর উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুর দুই টায় ছিট ফরিদপুর গ্রমের যুক্তরাজ্য প্রবাসী আনসার মিয়ার বাসভবনে নবীগঞ্জ এস,এম ফাউন্ডেশনের সহÑসভাপতি খলকু আহমদ চৌধুরীর পরিচালনায় বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ফউন্ডেশনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ এস,এম ফাউন্ডেশন এর সহÑসাধারণ সম্পাদক মোজাম্মিল হুসাইন মোবাশ্বীর, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মোহিত, সহÑসাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ মুন্না, অর্থসম্পাদক রাসেল মিয়া, সহÑঅর্থসম্পাদক হুমায়ুন কবির জীবন, প্রচার সম্পাদক হাফিজ ইজাজুল ইসলাম। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বাচ্চুু সরদার, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জাফর ইকবাল প্রমুখ। এসময় ফাউন্ডেশন এর নেতবৃন্দ সংবর্ধিত ব্যক্তি সরদার আফজাল ও পাপিয়া সুলতানা আফজালকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।