শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ আওয়ামীলীগ-বিএনপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৪১৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলকারীগণ হচ্ছেন- যুবলীগ নেতা মোঃ তারা মিয়া (আওয়ামীলীগ), সাবেক ইউপি মেম্বার মোঃ চান মিয়া (বিএনপি), সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ রমিজ আলী (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া। গতকাল রোববার এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর হাই। তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই ও ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার এবং ৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ১৯ ফেব্র“য়ারি বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তরুণ প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন সাকিব। খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা নেজাম উদ্দিন তনয় মাওলানা শিহাব উদ্দিন সাকিব কিছুদিন ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন শেষে আমেরিকা চলে যান। এরপর তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘদিন তিনি উপজেলা পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিভাগে একটি অভিযোগ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ শেখ ফিরোজ আলী মিয়া। অভিযোগ তদন্ত শেষে গত ৩১ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন সাকিবকে অপসারণ করে পদটি শুন্য ঘোষণা করে। এ অবস্থায়, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com