সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে বৃষ্টিতে দেয়াল ধ্বসে শিশু নিহত

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫৩১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে, দিনভর ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে পাশের ঘরের মাটির দেয়াল ধ্বসে নাহিদা আক্তার নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে নাহিদার অপর বোন নাঈমা আক্তার (৪)। গত শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফুর রহমান। স্থানীয় বাসিন্দা দেওয়ান রায়হান আহমদ জানান, উত্তর ছয়শ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পার্শ¦বর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘর ভেঙ্গে তাঁর দুই মেয়ের উপরে পড়ে। সাথে সাথে আশে পাশের লোকজন মাটি সড়িয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন এবং গুরুতর আহতবস্থায় তাঁর অপর মেয়ে নাঈমা আক্তারকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারী হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে খবর পেয়ে গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান চৌধুরী, একুশে টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের কাগজের বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, ইউপি সদস্য মোঃ লুৎফুর রহমান, জাতীয় সাপ্তাহিক অর্থকালর শ্রীমঙ্গল প্রতিনিধি কাউছার আহমেদ রিয়ন প্রমুখ। পরে উপজেলা চেয়ারম্যান নিহতের পরিবারের হাতে নগদ পনেরো হাজার টাকা তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com