শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

জাতির পিতার স্বপ্ন একে একে বাস্তবায়ন করছেন শেখ হাসিনা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৪৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, ভোট হলো মানুষের মৌলিক ও নাগরিক অধিকার। ভোটের অধিকার না থাকলে দেশের আপামর জনতার কোনও মূল্যায়ন থাকবে না। আর জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি-জামায়াত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চেয়েছিল। সেদিন নিস্পাপ শিশু শেখ রাসেলকেও তারা বাঁচতে দেয়েনি। যাতে বঙ্গবন্ধুর কোনও চিহ্ন বাংলাদেশে না থাকে। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা আজকের জননন্দিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার লালিত স্বপ্ন একে একে বাস্তবায়ন করছেন।
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকালে সুতাং বাছিরগঞ্জ বাজারে সদর উপজেলার নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আওয়ামী লীগ গরিব মানুষের দল। এ দল ক্ষমতায় থাকলে সারাদেশের দরিদ্র মানুষ পেট ভরে তিনবার ভাত খেতে পারেন। আর খালেদা জিয়ার সরকার মানুষকে ভাত না খেয়ে আলু খাওয়ার পরামর্শ দেয়।
এমপি আবু জাহির আরো বলেন, আমাকে আপনারা ভোট দিয়ে এমপি বানিয়েছেন, আর আমি আপনাদের ভোটের সম্মান রাখতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমি জনসেবাকে ইবাদত মনে করেই হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে কাজ করি।
এ সময় উপস্থিত লোকজন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আবু জাহির এমপিকে নির্বাচিত করার অঙ্গীকার করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ জলফু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব ইসহাক আলী সেবনের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক আব্দুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মুক্তার হোসেন, হাজী সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ, নূরপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মুখলিছুর রহমান মুখলিছ, সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য সাহাব উদ্দিন আহমেদ ও শাহজাহান তালুকদার প্রমুখ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দুল কাইয়ুম। এছাড়াও সদর বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ আলোচনা সভায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com