স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমুদুল হককে স্বতস্ফূর্ত সমর্থন দিয়েছে গোপায়া ইউনিয়নের তেতৈয়া, গোপায়া, রাঙ্গেরগাঁও, বাতাসর ও মশাজান গ্রামবাসী। গতকাল বিকেলে মশাজান বাজারে সৈয়দ আহমুদুল হকের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাঃ আলা উদ্দিন। প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ আহমুদুল হক। বক্তব্য রাখেন-নানু মিয়া, নুরুল ইসলাম, রফিক মিয়া, জালাল উদ্দিন, নিম্বর মুন্সি, রজব আলী, আরজু মিয়া চৌধুরী, আজগর মেম্বার, ছালেহ আহমেদ, তৈয়ব আলী, হাজী আম্বর আলী, মাওলানা আতাউর রহমান, মানিক মিয়া মেম্বার, আফিল উদ্দিন মেম্বার, সাস্তু মিয়া, মেম্বার সহিদ মিয়া, সামছুল হক, মালেক মিয়া মেম্বার প্রমূখ। সভায় উপস্থিত জনতা সৈয়দ আহমুদুল হককে স্বতস্ফূর্থ সমর্থন দিয়ে তাঁর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতাউর রহমান।