শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তি’র দাবীতে সফিকুর রহমান সিতু’র নেতৃত্বে জেলা যুবদলের বিক্ষোভ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ শিল্পপতি রাখাল কুমার গোপকে হবিগঞ্জ পৌরসভার সংবর্ধনা

বিচারকদের বিদেশ গমন নিয়ে নির্বাহী ও বিচার বিভাগের দ্বন্দ্ব!

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০১৭
  • ৩৬০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ঠান্ডা দ্বন্দ্ব হলেও এবার সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে! বিচারকদের বিদেশে প্রশিক্ষণে যাওয়া নিয়ে আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে পাল্টা-পাল্টি সার্কুলার প্রকাশ করা হয়েছে। বিচারকদের প্রশিক্ষণের জন্য আইন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্পের আওতায় বিদেশে যাওয়ার অনুমতি দিলেও সুপ্রিম কোর্ট অনুমতি দেয়নি।
গত ২৮ মার্চ ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আইন ও বিচার বিভাগের সঙ্গে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক সই হয়। এ প্রকল্পের নিম্ন আদালতের ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ দেয়ার কথা রয়েছে। প্রথম ধাপে ১২ জন বিচারককে বিভিন্ন মেয়াদে ২৮ মে অস্ট্রেলিয়া পাঠানোর জন্য গত ৩ মে একটি অফিস আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। এরপর ৯ মে ‘বিচার বিভাগীয় কর্মকর্তাগণের বিদেশ গমনের ক্ষেত্রে আবশ্যিকভাবে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণ সংক্রান্ত’ একটি সার্কুলার জারি করে সুপ্রিম কোর্ট। হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত সার্কুলারটি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে আসে ১১ মে।
সুপ্রিম কোর্টের এই সার্কুলারটিতে বলা হয়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগে নিযুক্ত ব্যক্তি ও ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের বিষয়টি রাষ্ট্রপতির উপর ন্যস্ত এবং সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তার বাস্তবায়ন হয়। ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া বিদেশ গমন না করার নির্দেশ দেওয়া হয় এই সার্কুলারে।
নির্দেশে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া বিচারিক পদে কর্মরত ও অন্যভাবে নিয়োগপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তারা বিদেশে গেলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের জন্য বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের ওই সার্কুলারের পাল্টায় গত ১৬ মে আইন মন্ত্রণালয় থেকে আরেকটি সার্কুলার জারি করা হয় জ্যেষ্ঠ সহকারী সচিব তৈয়বুল হাসানের স্বাক্ষরে। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে গত বছর ১১ এপ্রিল মন্ত্রণালয় থেকে জারি করা একটি পত্রের বরাতে সেখানে বলা হয়, ২০১৬ সালের ১৪ ফেব্র“য়ারি সুপ্রিম কোর্টের একটি স্মারকপত্রের প্রেক্ষিতে অধস্তন আদালতের বিচারকরা প্রেষণে কর্মরত থাকাকালে বিদেশ যাত্রার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ গ্রহণের আবশ্যকতা নেই। ওই পত্রের অনুলিপি সুপ্রিম কোর্টকেও পাঠানো হয়েছিল।
ওই পরিপত্র জারির পর প্রেষণে বা অন্যভাবে নিযুক্ত বিচার বিভাগীয় অনেক কর্মকর্তা সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়াই সরকারি আদেশে বিদেশে গেছেন এবং কেউ কেউ এখনও বিদেশে অবস্থান করছেন বলে মন্ত্রণালয়ের ভাষ্য।
পাল্টাপাল্টি সার্কুলারের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, সুপ্রিম কোর্টের সাথে কোনো ধরনের গোলমাল নেই। গোলমালের কোনো কারনও নেই।
তিনি বলেন, রাষ্ট্রপতির অনুশাসন অনুযায়ী যে কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তা বিদেশে যান। সেই মন্ত্রণালয়ের অনুমতিতে তারা যাবেন। রাষ্ট্রপতির যা অনুশাসন তা হল সর্বশেষ, এর উপরে কিছু থাকতে পারে না।
অন্যদিকে হাই কোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন বলেন, মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পাঠানো চিঠি আমরা পেয়েছি। কিন্তু যেদিন আমরা চিঠি পেয়েছি সেদিন স্যার (প্রধান বিচারপতি) টাঙ্গাইলে ছিলেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না। স্যার রোববার আসবেন, স্যারই এই চিঠির জবাব দেবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com