প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮ টায় জেলা পরিষদ অডিটরিয়ামে মেলার শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ লাখাই থেকে বিপুল ভোটে বার বার নির্বাচিত এমপি এডভোকেট আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব শফিউল আলম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, চেম্বার পরিচালক আবু হেনা মোস্তা কামাল, মিহমাংশু, জেলা মহিলা শ্রমিকলীগ সভাপতি রেবা চৌধুরী প্রমুখ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তার পরিচালনায় ও সংগঠনের হবিগঞ্জ জেলা সভাপতি রোকেয়া চৌধুরী রেবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় নারী উদ্যোক্তা সোসাইটিসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।