বুধবার, ২১ মে ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, শুধু শিক্ষিত হলেই হবে না, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ আজকের শিশু-কিশোরই আগামী দিনের কর্ণধার। তিনি গতকাল নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৭৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন-বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি তার মা বাবা ভাই আত্মীয় স্বজনকে হারিয়েছেন। তবুও তিনি দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি হাজী সুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অতিরিক্ত সচিব বনমালী ভৌমিক বলেন, কোনো শিক্ষার্থীর মা বাবাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হলে এটা হবে তাদের জন্য মারাত্বক অপমানজনক। হবিগঞ্জে ৪০ শতাংশ মানুষ শিক্ষিত। বাকীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ পরিবেশ। শিক্ষার পরিবেশ যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারে সচেতন মহলকে আরও দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব অনেক সময় বন্ধ করে রাখা হয়। এটি কেন হবে? শিক্ষার্থীদের জন্য ল্যাব উন্মুক্ত রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, শিক্ষার্থীদেরকে আধুনিক মনমনাসিকতায় বেড়ে উঠতে হবে। তাদের একটি বিশেষ লক্ষ্য থাকবে, সেটা যাতে মানুষের উন্নয়নের লক্ষ্য হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড এর পরিচালক প্রফেসর মোঃ হারুন রশিদ, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর সিলেট জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম, সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী, হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোওয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, আউশকান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মীর জিয়াউর রহমান। গীতা পাাঠ করেন শিক্ষক রানু কান্তি দাশ। প্রভাষক শাহিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান। বক্তব্য রাখেন, যুক্তরাজ্য কমিউনিটি লিডার রাসেল চৌধুরী, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল হেকিম, সৈয়দ আনহার আলী, মোস্তাকিম আলী প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাণী ভৌমিক, প্রভাষক ইকবাল বাহার তালুকদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com