শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

আপত্তিকর পোস্ট বন্ধ করতে এ মাসেই ফেসবুকের সঙ্গে সরকারের বৈঠক

  • আপডেট টাইম বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৩০৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইন্টারনেটের মাধ্যমে দেশে ‘আক্রমণাত্মক ও আপত্তিকর’ জিনিসপত্র ছড়িয়ে পড়া বন্ধ করতে এ মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে সরকার বৈঠকে বসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ: সাইবার ক্রাইম, সেফ ইন্টারনেট অ্যান্ড ব্রডব্যান্ড” কর্মশালায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানান প্রতিমন্ত্রী। দুই দিনের এই কর্মশালা উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
তারানা হালিম বলেন, প্রত্যেক দেশের মতই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিজস্ব নীতি বা গাইডলাইন থাকে। সোশ্যাল মিডিয়াগুলোর সেই নীতি যেন আমাদের আইন, সামাজিক রীতি ও মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না হয় সে ব্যাপারে খেয়াল রাখতে হয়। তারানা আরও বলেন, সরকারের পক্ষ থেকে পাঠানো অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ফেসবুকের উচিত বাংলাদেশের জন্য আলাদা ডেস্ক চালু করা। বর্তমানে সরকারের অভিযোগে সাড়া দিতে ৪৮ ঘণ্টা সময় নেয় তারা।
তরুণ প্রজন্মের মধ্যে ‘লাইক’ পাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এতে অনেক সময়ই তারা কনটেন্টের দিকে খেয়াল রাখে না যে এটা কারও কাছে আপত্তিকর কিনা, যোগ করেন মন্ত্রী। এর জন্য ইন্টারনেট ব্যবহার নিয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। দুই দিনের এই কর্মশালাটি কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অরগানাইজেশন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন ও বাংলাদেশ সরকার যৌথ উদ্যোগে আয়োজন করেছে।
এর আগে ২০১৫ সালের ৮ ডিসেম্বর প্রথম বারের মত ফেসবুকের সঙ্গে সরকারের বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দেশের জাতীয় নিরাপত্তায় জনপ্রিয় সামাজিক মাধ্যমটি হুমকি হয়ে উঠছে।
-স্টার অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com