চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাসুদেব বাড়ি মন্দির অঙ্গন পরিদর্শনে করেছেন চুনারুঘাট পৌর সভার মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সজল দাস, পৌরসভার প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, কাউন্সিলর রহম আলী, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকভাবে চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা গ্রামে ৭ দিন ব্যাপী ঐতিহ্যবাহী বাসুদেব বাড়ি প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু হয়েছে। এ বছর নিয়ে ৪৩ বছর পূর্ণ হবে।