শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

নবীগঞ্জের জনতার বাজার-মৌলভীবাজার সড়কের নীরব কান্না যেন কেউ শুনছে না !

  • আপডেট টাইম সোমবার, ২৮ নভেম্বর, ২০১৬
  • ৬১১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার থেকে মৌলভীবাজারে যাতায়াতের একটি বাইপাস সড়ক রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সড়কটি সংযুক্ত। প্রতিদিন হাজার মানুষসহ স্কুল কলেজের অসংখ্য শিক্ষার্থী ওই সড়ক দিয়ে যাতায়াত করে থাকেন। সড়কের আথানগিরি থেকে গজনাইপুর পর্যন্ত কয়েক কিলোমিটার ভেঙ্গে একাকার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। সড়কটি অনেকটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। নীরবে-নিভৃতে কাদঁছে গুরুত্বপূর্ন এই সড়কটি। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে পিচের আস্তরণ উঠে ইটের খোয়া বের হয়ে গেছে। অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। খানা-খন্দে ভরা সড়কে চলাচল করতে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীসহ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, উক্ত সড়ক নির্মাণ কাজে নিম্নমানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেকস্থানে বড় বড় গতের্র সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে প্রায়ই উক্ত সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কের দুরাবস্থা দেখার যেন কেউ নেই? এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
সরজমিনে স্থানীয় এলাকাবাসীর সাথে আলাপ হলে তারা জানান, মৌলভীবাজারের সীমান্ত এলাকা আথানগীরি ও নবীগঞ্জের শতক, তারালিয়া, লামরোহ, মাহমদপুর, গজনাইপুরসহ ১০/১২টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের জন্য একমাত্র ভরসা এই সড়কটি। কিন্তু মরণদশায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে ভেঙ্গে এমন অবস্থা হয়েছে যেখানে যানবাহন চলাচল দুরের কথা পয়ে হেটে চলাও দু:সাধ্য হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা জনপ্রতিনিধিদের এ ব্যাপারে কোন নেক নজর নেই।
সুন্দর আলী নামের এক বৃদ্ধ রিক্সাচালক বলেন, “ভাতিজা আমি গরীব মানুষ, সংসার চালানির লাগি রিক্সা চালাই, কিন্তু আমরার এই সড়কের অবস্থা খারাপ অওয়ায় রুজি রোজগার কম অয়। ৫ মিনিটের রাস্তা সময় লাগে আধা ঘন্টা।
দিনারপুর কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী জানান, “আমরা শতক থেকে প্রায় ২/৩ কি.মি. জায়গা পায়ে হেঁটে কলেজে যাই। কারণ চলাচলের প্রধান এই সড়কের এমন অবস্থা হয়েছে যে যেখানে যেতে ২০/৩০ মিনিটে কলেজে পৌঁছার কথা সেখানে লেগে যায় ১ ঘণ্টারও বেশি সময়। সড়কের দশা বেহাল হওয়ায় আগের মতো এখন গাড়ী পাওয়া যায় না তাই অপেক্ষা করে সময় নষ্ট না করে আমরা পায়ে হেঁটেই কলেজে যাই। হেঁটে গিয়ে অনেকটা ক্লান্ত হয়ে যাই যার কারণে ক্লাসে তেমন মনযোগ থাকে না। বিশেষ করে চরম বিপাকে পড়তে হয় পরীক্ষার সময়, কারণ পরিক্ষার নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া যায় না। তাই যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
স্থানীয় জনতার বাজার সিএনজি অটোরিক্সা ষ্ট্যান্ডের ম্যানেজার লুৎফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়। গাড়ীর মালিকরা চালকদের ওই সড়ক দিয়ে গাড়ী না চালানোর জন্যও নির্দেশ দেন বলে উল্লেখ করে বলেন, প্রয়াত তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী নবীগঞ্জের জনতার বাজার টু মৌলভীবাজার সড়কটিকে আঞ্চলিক মহা-সড়ক করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সড়কটির অবস্থা এখনও বেহাল।
এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, গত বুধবার বিকালে দিনারপুর এলাকার বাসু নামের লোক হঠাৎ এক ব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হন। এসময় স্থানীয় লোকজন তাকে ভাঙ্গা সড়ক দিয়ে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যেতে যেতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সড়কের অবস্থা ভাল হলে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হলে করুণ মৃত্যুর ঘটনা ঘটতনা বলে জানিয়েছেন তার স্বজনরা। বাসু বাবুর যেদিন মারা যান ওইদিন, হবিগঞ্জ সিলেট সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ওই এলাকায় গিয়েছিলেন একটি প্রোগ্রামে। বাসু বাবু তখন একটি রিক্সা দিয়ে নিজে ঠেলে এমপি কেয়া চৌধুরীকে গ্রামে নিয়ে গিয়েছিলেন। এরপর ওই দিন রাতেই এমপি কেয়া চৌধুরী তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে স্ট্যাটাসে বলেন, “বাসু কাকা আমাকে ক্ষমা করবেন”। এতে তিনি লিখেন, “জীবনের রঙ্গমঞ্চে কত না লীলা খেলা, গত ১১ই নভেম্বর, দেওপাড়া গ্রামের নমসুদ্র পাড়ায় গিয়েছিলাম। নমসুদ্র পাড়ার যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল অবস্থা দেখাতে, আমাকে সেদিন নিয়ে গিয়েছিলেন, গ্রামের মুরব্বি, বাসু কাকা। পেশায় তিনি মৎসজীবী। দূর-দুরান্ত থেকে মাছ ধরে বাজারে তা বিক্রি করতেন। জীবন-জীবিকা এখানকার সকলেরই এক রকম। দিনারপুর পরগণার পাহাড়ি ছড়ার পানিতে, বছরের ১২টি মাসই প্লাবিত থাকে, নমসুদ্র পাড়ার এই সড়কটি। এই সড়কে উন্নয়নের কাজ কখনই হয়নি। গাড়ি তো দুরের কথা, ঠিকভাবে পায়ে হেটেও চলাচল করা যায়-না এখানে। বাসু কাকা, একটি রিক্সা জোগাড় করে, নিজে ঠেলে, সেদিন তার গ্রামে আমাকে নিয়ে গিয়েছিলেন। সন্ধ্যায় সিলেট থেকে ফেরার পথে খবর পেলাম-বাসু কাকা আর নেই। আজ সকালে প্রচন্ড বুকের ব্যথায়, কাকা প্রয়াত হয়েছেন। খবরটা শুনেই মনটা ভীষন খারাপ হয়ে গেছে। বাসু কাকা আমাকে ক্ষমা করবেন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com