শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

নবীগঞ্জে সাংবাদিক শোয়েব চৌধুরী ও নিয়নের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের

  • আপডেট টাইম শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৪০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দীর্ঘদিন যাবৎ ‘খোয়াই নগরী’ নামে ফেসবুকের একটি আইডি থেকে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের নামে আপত্তিকর মন্তব্য এবং সাম্প্রদায়িক উস্কানীমূলক মন্তব্য প্রকাশ করে আসছিল। আর মন্তব্য প্রকাশের সাথে সাথেই তাতে সাংবাদিক শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন মন্তব্য এবং লাইক দিয়ে সমর্থন করায় তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল বাতেন খাঁন মামলাটি এফআইআর করে তদন্তের জন্য এসআই সুজিত চক্রবর্ত্তীকে দায়িত্ব প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ‘খোয়াই নগরী’ আইডি থেকে ২০১৫ সালের ২১ মে তারিখে হবিগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সম্পর্কে পুলিশ তাদের ছিনিল কেমনে (শুটকির নৌকায় বিড়াল পাহারাদার) শিরোনামে বিভিন্ন কুৎসা রটানো হয়। একই পোষ্টে শুটকির নৌকায় বিড়াল পাহারাদারের ঘটনার মতো, সেম পুলিশ সেম ইত্যাদি শিরোনামে উক্ত খোয়াই নগরী ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত কুৎসা রটনা করে নানা অপপ্রচারে লিপ্ত থাকেন। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপুর্ণ ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিরাও তাদের কুরুচিপুর্ণ অপপ্রচার থেকে রেহাই পায়নি। যা মানহানি ঘটনার সামিল। মামলার বাদী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী বলেন, আমার বিশ্বাস খোয়াই নগরী আইডিটি অজ্ঞাত পরিচয়ে পরিচালিত হলেও আসামী শোয়েব চৌধুরী ও হাফিজুর রহমান নিয়ন পরস্পর যোগসাজসে অজ্ঞাতনামা আসামীদের সক্রিয় সহযোগিতায় উক্ত আইডি পরিচালনা করে আসছেন। উক্ত আইডি থেকে নবীগঞ্জের জননন্দিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গুরুত্বপুর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানিকর পোস্টগুলো আরও বিভিন্ন আইডি থেকে শেয়ার করা হয়েছে। এতে করে প্রদত্ত পোস্টটি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে স্বপ্রনোদিতভাবে জনস্বার্থে উক্ত মামলাটি দায়ের করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com