মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন

উমেদনগরে এ আলি ও জহুরা অটো রাইস মিলকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৪১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় শহরে উমেদনগর এলাকার ২ অটোরাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা সত্ত্বেও রাইস মিলগুলো শতভাগ পাটজাত মোড়ক ব্যবহার না করায় মেসার্স এ আলি অটো রাইস মিলকে ৮ হাজার টাকা ও মেসার্স জহুরা আজিজ অটো রাইস মিলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে সদর থানার একদল পুলিশ। এদিকে শহরে পৃথক আরেকটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল সিদ্দিকীর নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কোর্ট মসজিদ এলাকার দারুচিনি হোটেলের লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com