বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ঐশী অপহৃত ॥ হবিগঞ্জে প্রেমিক উৎপলের প্রতি সন্দেহের তীর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৪৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্রী ঐশী হামোমের সন্ধান এখনো পাওয়া যায়নি। উদ্বেগ, উৎকণ্ঠায় দিনযাপন করছেন তার স্বজনরা। হবিগঞ্জের সাবেক প্রেমিক উৎপল সিংহের প্রতি স্বজনদের সন্দেহের তীর। স্বজনরা ধারণা করছেন সাবেক প্রেমিকের হাতেই অপহরণের স্বীকার হতে পারেন ঐশী হামোম।
এদিকে শাহপরাণ (র.) থানায় মামলা দায়ের করেছেন প্রায় আটদিন ধরে নিখোঁজ এই ছাত্রীর পরিবার। মামলায় নগরীর লিডিং ইউনিভার্সিটির সাবেক ছাত্র উৎপল সিংহ ও তাঁর বাবা-মাকে আসামী করা হয়েছে। ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমে মেয়ে এবং উৎপল হবিগঞ্জের উপেন্দ্র সিংহের ছেলে।
ঐশীর পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় ঐশীর সাবেক প্রেমিক উৎপল সিংহের বন্ধু ব্রজেন সিংহকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঐশীর স্বজনরা জানান, উৎপল সিংহ নামে লিডিং ইউনিভার্সিটর এক ছাত্রের সাথে প্রেমের সম্পর্ক ছিলো ঐশীর। প্রায় বছরখানেক ধরে এই সম্পর্ক ভেঙ্গে যায়। এরপর থেকে উৎপল ঐশীকে মোবাইল ফোনে ও ফেসবুকে বিরক্ত করতো।
বিষয়টি উৎপলের পরিবারকে জানানো হলেও কোন সমাধান আসেনি। উল্টো বিরক্তির মাত্রা আরো বেড়ে যায় বলে দাবি করেন ঐশীর এক কাকাতো ভাই। মামলা দায়েরের পর উৎপল ও তার পরিবার বাড়িতে থাকছেন না। এদিকে নিখোঁজের সময় থেকে ঐশীকে যে উৎপল ডেকে নিয়েছে সেটি নিশ্চিত করেছেন তাদেরই এক বন্ধু। পুলিশের হাতে গ্রেফতার হওয়া উৎপলের বন্ধু ব্রজেন সিংহ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে-ঐশী ও উৎপল দু’জনই একসাথে রয়েছে। তবে তারা কোথায় আছে সেটি তার জানা নেই।
ঐশী-উৎপলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। এ ব্যাপারে শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী বলেন, তারা অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এখনো ঐশীর কোন সন্ধান পাননি। তবে তারা মোটামুটি বিভিন্ন মাধ্যমে নিশ্চিত হতে পেরেছেন ঐশী ও উৎপল একই সাথে রয়েছে। তারা আশাবাদি দ্রুতসময়ের মধ্যে ঐশীর সন্ধান পাওয়া যাবে।
প্রসঙ্গত, ঐশী হামোম গত ৭ নভেম্বর ক্যাম্পাস থেকে সুবিদবাজারে প্রাইভেট পড়াতে গিয়ে আর রুমে ফিরেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের আবাসিক ছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com