শুক্রবার, ২৩ মে ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে ৩৩ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার জীবনের শেষ দিন পর্যন্ত জনগনের সেবা করতে চাই- সৈয়দ ফয়সল হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ কামিল মাদরাসার ফাজিল (বিএ) অনার্স ৩য় ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হেক্সাস হবিগঞ্জের উদ্যোগে দিনব্যাপী শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর লতিফ গ্রেফতার শহরে পণ্যে ওজন কম দেয়ার অভিযোগ ॥ জরিমানা-সতর্ক মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকারের মৃত্যুবার্ষিকী পালিত কোর্ট স্টেশন থেকে গরু চোর জুয়েল গ্রেফতার বাহুবলে ধান বোঝাই পিকঅ্যাপ গাড়ি চাপায় পথচারী নারী নিহত

জনসেবাকে ইবাদত মনে করে রাজনীতি করছি-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬
  • ৮২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, জনসেবাকে ইবাদত মনে করে রাজনীতি করছি। নিজে কিছু পাবার জন্য নয়, জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করতেই কাজ করছি। তিনি গতকাল হবিগঞ্জ সদর উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত একাডেমিক ভবনের দ্বিতল ও ত্রিতল ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আবু জাহির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে জাতি কারিগরী ও তথ্য প্রযুক্তির শিক্ষায় যত শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির শিক্ষায় বেশি বেশি মনোনিবেশ করতে হবে। তিনি অভিভাবকদের আরো সচেতন হবার অনুরোধ জানান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ব্রাম্মণডুরা ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হোসেইন মোঃ আদিল জজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও নুরপুর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া, বিশিষ্ট সমাজ সেবক হাবিবুর রহমান চৌধুরী, সমাজ সেবক ও দাতা সদস্য মোঃ ধানু মিয়া, ইউপি সদস্য মোঃ আকছির মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অভিভাবক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৫০ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করে। সংসদ সদস্য পরে ৩২ লাখ টাকা ব্যয়ে ব্রাম্মণডুরা ইউনিয়নের উলুহর সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা প্রকৌশলী, উপসহকারি প্রকৌশলী সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই দিন ৩২ লাখ টাকা ব্যয়ে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের মড়রা গ্রামের সংস্কার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। উদ্বোধনকালে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ বুলবুল খানসহ স্থানীয় মুরুব্বীয়ান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com