শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

চুনারুঘাটে চা বাগানের ভোটাররাই বড় ফ্যাক্টর

  • আপডেট টাইম রবিবার, ২৬ জানুয়ারী, ২০১৪
  • ৩৯৮ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে চা বাগানের ভোটাররাই বড় ফ্যাক্টর। এদিক বিবেচনায় রেখে আওয়ামীলীগের প্রার্থীরা চা বাগানকে গুরুত্ব দিচ্ছেন বেশী। এখানে চা বাগানের সংখ্যা ১৭টি। ভোটার রয়েছেন প্রায় ৩৫ হাজার। চা বাগানের ভোটারদের মন জয় করতে প্রার্থী ও তাদের সমর্থকরা ইতোমধ্যেই চা বাগানে অবস্থান নিয়েছেন। স্থানীয় নেতা-কর্মীদেরকে সংঘটিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী বৈতরনী পার পেতে চা বাগানের ভোটাররাই বড় ফ্যাক্টর-এ কথা বিবেচনায় রেখে প্রার্থীরা ছুটছেন চা বাগানে। আসন্ন উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ থেকে একাধিক প্রার্থী থাকলেও বিএনপি থেকে ঘোষনা করা হয়েছে  একক প্রার্থীর নাম। খেলাফত মজলিশ থেকে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে শুক্রবার। তাদের সাথে লড়বেন আরো দুই স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, বর্তমান চেয়ারম্যান আঃ কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, থানা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, বিএনপি’র সভাপতি, চুনারুঘাট (সদর) ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাংবাদিক শফিকুর ইসলাম লুতু, বর্তমান ভাইস চেয়ারম্যান জামান উদ্দিন কাওসার ও খেলাফত মজলিশের অধ্যাপক আব্দুল করিম। গত উপজেলা নির্বাচনে প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে আঃ কাদির লস্করের কাছে হেরে সাংবাদিক শফিকুল ইসলাম লুতু যে চমক সৃষ্টি করেছিলেন তা তিনি এবার ধরে রাখতে পারবেন কি-না এনিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিজয়ী প্রার্থী আঃ কাদির লস্কর গ্রাম্য আচার অনুষ্ঠান ছাড়া কাজ করার তেমন কোন সুযোগ পাননি। তিনি অসুস্থতার কারনে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আসন্ন নির্বাচনে নতুন প্রার্থী আবু তাহের এবং সৈয়দ লিয়াকত হাসানকে নিয়ে এলাকায় ব্যাপক মাতামাতি শুরু হয়েছে। আবু তাহের বিগত ১০ বছর ধরে জাতীয় নির্বাচন পরিচালনা করে দলীয় নেতা-কর্মীর নজর কেড়েছেন। সৈয়দ লিয়াকত হাসান এবং আবু তাহেরকে নিয়েই বেশী মাতামতি চলছে এলাকায়। এ দু’প্রার্থীর দিকেই এবার ভোটারের নজর বেশী বলে মনে করা হচ্ছে। চুনারুঘাটে ১০টি ইউনিয়নে চা শ্রমিক ভোটারসহ ভোটার রয়েছেন ১ লাখ ৮০ হাজার ৮৫৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com