মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাটি ভর্তি ও গ্যাস সিলিন্ডার ভর্তি দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুর নুর (৫০) নিহত ও অপর ২ জন আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল বিকেল পৌনে ৩ টার দিকে সিলেট থেকে ঢাকা গামী গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্লেখিত স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের সুরত আলীর ছেলে আব্দুর নুর মারা যায়। এ সময় ট্রাকে থাকা ২ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও গুরুতর আহত অবস্থায় ইমন ও আব্দুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।