শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নবীগঞ্জে গভীর রাতে ঘুমন্ত যুবককে হত্যার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ১ অক্টোবর, ২০১৬
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরতলীর পূর্বতিমিরপুর গ্রামে গভীর রাতে ঘুমন্ত যুবককে হত্যার চেষ্টার খবর পাওয়া গেছে। স্থানীয় জনতা পশ্চিম তিমিরপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে হত্যার চেষ্টাকারী জীবন মিয়াকে আটক করে নবীগঞ্জ পুলিশে সোপর্দ করেছে।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাত অনুমান ৩টার দিকে পুর্ব শত্র“তার জের ধরে পৌরসভার পূর্বতিমিরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে সাকিন আহমদের বসত ঘরে ২/৩ জনের একদল দূর্বৃত্ত ঘরের পেছনের দরজা দিয়ে জীবন মিয়া প্রবেশ করে। জীবন এক পর্যায়ে সাকিন আহমদকে হত্যার উদ্দেশ্যে স্ক্রু-ডাইভার দিয়ে আঘাত করাকালে সাকিন আহমদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় জীবন মিয়াকে ঝাপটে সাকিন। এ সময় জীবনের সঙ্গী অপর দু’যুবক জীবনকে ছাড়িয়ে নিতে সাকিনকে মারধোর শুরু করে। সাকিন আহমদ এক পর্যায়ে জীবন মিয়াকে নিয়ে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় সাকিনের শোর চিৎকারে আশপাশের এগিয়ে এসে জীবনকে আটক করলেও ২ যুবক পালিয়ে যায়। আটককৃত জীবন উপস্থিত লোকজনকে জানায়, সাকিনকে হত্যার জন্য সেলিম মিয়া ও বাচ্চু মিয়া তাকে ভাড়ায় আনে। ঘরে ঢুকে জীবন সেলিমকে জানায় সাকিন আহমদ তার পরিচিত তাকে খুন করতে পারবে না। তখন সেলিম জীবনকে বলে স্কু ডাইভার দিয়ে সাকিনকে ঘাই মেরে মোবাইলটি নিয়ে আসো। এ জন্য তাকে ৫ হাজার টাকা দেবে। কথামতো জীবন মোবাইলটি এনে সেলিম মিয়ার কাছে দেয়। এমতাবস্থায় সাকিন দেখে পেলে ঝাপটে ধরে। সাকিন আহমদ জানায়, প্রতিবেশী জামির হোসেন প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো। জামিরের স্ত্রী মারপিটের যন্ত্রনায় জীবনের বাড়ীতে আশ্রয় নিলে তার পিত্রালয়ের লোকজন তাকে নিয়ে যায়। এনিয়ে জামির হোসেন ও তার ভাই সেলিম মিয়া তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ ব্যাপারে সাকিন আহমদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com