মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে আওয়ামী লীগের দুই নেতার নির্বাচনী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ২০ রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের বিশেষ অভিযান ॥ নবীগঞ্জের কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী শাফি গ্রেফতার বাংলাদেশের স্বাধীনতা অর্জনে নাট্যকর্মীদের অবদান অনস্বীকার্য- এমপি আবু জাহির পুলিশের দায়েরকৃত মামলায় যুবদল ও ছাত্রদলের চার নেতা কারাগারে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলেয়া আক্তারকে হবিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা খোশ আমদেদ মাহে রমজান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চুনারুঘাটের প্রবাসী যুবক নিহত প্রবাসে সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় নবীগঞ্জের সাংবাদিক মতিউর মুন্নাকে গ্রিসে বাংলাদেশ দূতাবাসের সম্মাননা প্রদান মাধবপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার ক্যান্সারে আক্রান্ত সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশকে বাচাতে এগিয়ে আসুন

নবীগঞ্জে বিভিন্ন পয়েন্টে ইভটিজাররা সক্রিয় ॥ আতঙ্কে স্কুল-কলেজ ছাত্রীরা!

  • আপডেট টাইম রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরসহ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে স্কুল-কলেজগামী ছাত্রীদেরকে উত্যক্তকারী বখাটেরা আবারো সক্রিয় হয়ে উঠছে। প্রতিদিনই সকালে শিক্ষা প্রতিষ্টানে যাওয়ার সময় এবং ও বিকালে শিক্ষা প্রতিষ্টান থেকে ফেরার সময় এসব বখাটেরা নবীগঞ্জ শহরের রাজাবাদ পয়েন্ট, পশু হাসপাতালের সামনে, শিবপাশা ব্রীজের উপর, আনমনু বীজের উপর, জয়নগর ব্রীজ, গরমুলিয়া ব্রীজ, গন্ধ্যা ব্রীজ, উপজেলা গয়নাঘাট ব্রীজ, কানাইপুর শিরিষগাছ তলা, টুকের বাজার ব্রীজ, হরিপুর তেমুনিয়া পয়েন্ট, ভবেরবাজার সংলগ্ন পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে কয়েকজন মিলে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্কুল-কলেজগামী ছাত্রীদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি ও অশালীন বাক্য প্রয়োগ করে উত্যক্ত করে আসছে। অনেক ছাত্রীরা বিদ্যালয় ও কলেজের আসা যাওয়ার পথে উত্যক্তের শিকার হলেও ভয়ে এসব কথা তাদের অবিভাবকদের বলতে সাহস পায় না। এসব দৃশ্য মাঝে মধ্যে কিছু সংখ্যক অবিভাবকদের নজরে আসলে তারা এর প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হাতে উল্টো লাঞ্চিত হতে হয়। তাই ভয়ে অনেক নিরীহ অবিভাবকরা এর প্রতিবাদ করতে সাহস পান না। গত ২০১০ সালে নবীগঞ্জ সদর আদর্শ প্রাইমারী বিদ্যালয়ের সামনে ইভটিজার আঞ্জব ও আলকাছ হিরামিয়া গার্লস স্কুলের এক ছাত্রী প্রকাশ্যে ইভটিজিং করার অফরাধে পুলিশের হাতে আটক হয়ে কয়েক মাস জেল হাজতে ছিল। জেল হাজত থেকে ছাড়া পেয়ে আবারও তাদের সহযোগীদের নিয়ে এসব কাজ চালিয়ে যায়। এছাড়া অন্যান্য সময়েও নবীগঞ্জ শহর ও আশপাশ এলাকায় কয়েকটি ইভটিজিংয়ের ঘটনা ঘটলে এসব বখাটেদের নিয়ে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করলে বেশ কিছুদিন এসব বখাটেরা গা-ঢাকা দেয়। কিন্তু সম্প্রতি আবারও নবীগঞ্জ পৌরসভার বিভিন্ন পয়েন্টসহ আশপাশ এলাকায় স্কুল-কলেজ গামী ছাত্রীদেরকে নিয়মিতভাবে এসব বখাটে চক্র উত্যক্ত ও অশালীন বাক্য প্রয়োগ করে আসছে। এছাড়া কানাইপুর শিরিষগাছ তলায় কিছু বখাটে ও জুয়ারীরা ছাত্রীদেরকে উত্যক্তের পাশাপাশি প্রকাশ্যে জুয়া খেলার আসর বসায়। আর এসব বখাটেও জুয়ারীরাই রাতের বেলায় পৌর এলরবভিন্ন গ্রামে চুরি, ডাকাতির ঘটনা ঘটায় বলে মনে করছেন এলাকার লোকজন। সচেতন মহল মনে করেন এসব বখাটে জুয়াড়িদের তালিকা তৈরী করে প্রশাসনিকভাবে জোড়ালো ব্যবস্থা গ্রহন ও পুলিশী টহল ব্যবস্থা জোরদার করা হলে এলাকার চুরি ডাকাতি বন্ধসহ স্কুল-কলেজগামী ছাত্রীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্টানে যেতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com