বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সম্মেলনের ১৫ মাসেও হয়নি চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ একযুগ পর ২০১৫ সালের জুলাই মাসে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার ১৫ মাস পরও কমিটির দেখা পাচ্ছেননা নেতা কর্মীরা। বিগত ১৫ মাস ধরে লোভনীয় পদের আশায় চুনারুঘাটের নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রের নেতাদের কাছে দৌড়ঝাপ করে তাদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। তবে কবে নাগাদ অভিভাবকহীন চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ অভিভাবক পাবে তাও কেহ বলতে পারছে না।
দলীয় সূত্রে জানা যায়, র্দীঘদিন অপেক্ষার পর গত বছরের ১১ জুলাই চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনকে ঘিরে চুনারুঘাটের ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে দেখা দিয়েছিল প্রাণচাঞ্চল্য। কিন্তু বর্তমানে এ প্রানচাঞ্চল্য অনেকের মধ্যে নেই। ওইদিন মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ অডিটরিয়ামে ছাত্রলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি নাঈম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত, বিদায়ী চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাধারন সম্পাদক সাইফুল আলম রুবেলসহ অনেকেই। সারাদিন সম্মেলন চলার পর কাউন্সিলররা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন কাউন্সিলের জন্য। কিন্তু কেন্দ্রীয় ও জেলা নেতারা উপস্থিত সবাইকে হতাশ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের বায়োডাটা নিয়ে যান। তখন উপস্থিত নেতা কর্মীরা হতাশ হয়ে পড়েন। সাধারন ছাত্রলীগ নেতারা মনে করেছিলেন, গঠনতন্ত্র ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি আসলে র্দীঘদিনের ঝিমিয়ে পড়া চুনারুঘাটের ছাত্র রাজনীতিতে প্রাণ ফিরে আসবে। গণতান্ত্রিক পদ্ধতি বাদ দিয়ে আলোচনার ভিত্তিতে কমিটি ঘোষনা করা হবে বলা হলেও পরে তাও করা হয়নি। গত ১৫ মাস ধরে চুনারুঘাটে ছাত্রলীগের কান্ডারী হতে বেশ কয়েকজন নেতা জেলা ও কেন্দ্রীয় নেতাদের দারস্থ হচ্ছেন। লোভনীয় পদের আশায় অনেকেই তদবির করছেন নানা ভাবে। আর জেলা কিংবা কেন্দ্রীয় নেতারাও বিগত ১৫ মাস ধরে কমিটি ঘোষনা করবেন করবেন বলে সময় পার করছেন। কিন্তু কেন ছাত্রলীগের এ কমিটি ঘোষনা হচ্ছে না তা কেউই বলতে পারছেন না। আবার অনেক নেতাকর্মীই পদের আসায় জেলা কিংবা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়ে নরম সুরে কথা বলছেন। তবে স্থানীয় নেতারা বেশ কয়েকবার আওয়ামীলীগ নেতা ও সভা সমাবেশে কমিটি ঘোষনার দাবী জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হতে অনেকেই এখন জেলা ও কেন্দ্রীয় কতিপয় নেতাদের কাছে ধরনা দিচ্ছেন। তাদের মনজয়েও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে কমিটি গঠন নিয়ে ছাত্রনেতাদের মধ্যে ক্ষোভ থাকলেও পদের আশায় তারা কারো বিরুদ্ধে কোন অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। কাউন্সিলের সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি হতে বায়োডাটা জমা দিয়েছিলেন ছাত্রনেতা সোহেল আরমান, সুপ্রিয় বনিক, সাইদুল আলমগীর, মোহাম্মদ বিল্লাল, শফিকুল ইসলাম রুবেল, আবুল খায়েরসহ ১৫ জন। সাধারন সম্পাদক পদে বায়োডাটা জমা দিয়েছিলেন ইফতেকার রিপন, মোহাম্মদ হিরণ মিয়াসহ ১৭ জন। তাদের মধ্যে অনেকেই এখন নিঃস্বক্রীয় বলে শোনা যাচ্ছে। তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কমিটি ঘোষনা করতেই যদি দেড় বছর চলে যায়, তাহলে কমিটি হলে কত বছর চলবে এ নিয়েও অনেকেই মন্তব্য করছেন। চুনারুঘাট উপজেলা ছাত্রলীগকে শক্তিশালী ও গতিশীল করতে দ্রুত কমিটি ঘোষনার দাবী জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com