সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে বাফুফে ও ক্রীড়া পরিষদের তৃণমুল পর্যায়ে ফুটবলার অনুর্ধ ১৫ খেলোয়ার প্রশিক্ষণ সমাপ্ত

  • আপডেট টাইম বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলায় বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে তৃণমুল পর্যায়ে প্রতিভাবান ফুটবলার অনুর্ধ ১৫ বছর বয়সী খেলোয়ার প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকালে ডাক বাংলায় নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী প্রধান অতিথি থেকে ২০ জন খেলোয়ার এর মাঝে সদন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, জাতীয় ফুটবল কোচ সৈয়দ গোলাম জিলানী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ক্রীড়া সংগঠক ওহি দেওয়ান চৌধুরী, ইউনাটেড ফুটবল ক্লাবের সভাপতি পাভেল আহমেদ, মাহফুজ আহমেদ, মোঃ শয়ন, শাওন আহমেদ।
সিলেট বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন কলি ও হবিগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান এর সহযোগীতায় নবীগঞ্জে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠক ওহি দেওয়ান চৌধুরী কাজ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com