বুধবার, ২১ মে ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে মা-মেয়েসহ ৩ জনকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদন্ড লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন লন্ডনে হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের সাথে মতবিনিময় নবীগঞ্জে ফেইক আইডি দিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পর্কে মানহানিকর পোষ্ট ॥ নিন্দা, ক্ষোভ বানিয়াচংয়ে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ॥ দেখার যেন কেউ নেই চুনারুঘাট থেকে ২০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব শায়েস্তাগঞ্জে আটক দুই নেতাকে কারগারে প্রেরণ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আ.লীগ নেতা গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বর্ণাঢ্য অভিষেক

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৫০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের ৩য় বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন লায়ন এম এ মুমিন চৌধুরী বুলবুল, আনুগত্য শপথ পাঠ করান লায়ন এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম আলী আজগর। বিদায়ী সেক্রেটারী প্রতিষ্ঠাকালীন থেকে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন 20160812_202025লায়ন মোঃ লিটন মিয়া, বিদায়ী প্রেসিডেন্ট লায়ন এডঃ এস এম বজলুর রহমান আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেন প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মাদ মনসুর রশিদ কাজলের নিকট এবং বিদায়ী বক্তব্য দেন। বর্তমান প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মাদ মনসুর রশিদ কাজলের সভাপতিত্বে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-১, বাংলাদেশের গর্ভনর লায়ন মোস্তফা কামাল এমজেএফ, নতুন সদস্যদের শফত পাঠ করান ও সকল লায়নদের ২০১৬-১৭ সালের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন এবারের ডিস্ট্র্রিক্ট কল “খবংং ঞধষশ সড়ৎব ধপঃরড়হ” অর্থাৎ কথা কম কাজ বেশি এর পিন পরিয়ে সম্মানিত করেন। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের বিগত বছরের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার, ক্লাব মিটিংয়ে সর্বোচ্চ উপস্থিতিকারীকে, সার্ভিস একটিভিটিস এ সর্বোচ্চ অংশগ্রহনকারীকে, সবার আগে ক্লাবের ডিউস পরিশোধকারীকে, আর্ন্তাজাতিক প্রোগ্রামে অংশগ্রহন কারীদের উক্ত অনুষ্ঠানের স্পন্সারকারীদের সম্মাননা প্রদান করা হয়। হবিগঞ্জ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, গর্ভনর লায়ন মোস্তফা কামাল এমজেএফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক গর্ভনর লায়ন শফিকুল আযম ভূইয়া, কেবিনেট সেক্রেটারী লায়ন সুলতান মাহমুদ। লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়াল সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্ত করা হয়। র‌্যাফেল ড্র পুরষ্কার বিতরণ, ডিনার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক কেবিনেট সেক্রেটারী লায়ন নুরের রহমান, চিপ রিজিওন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন দেওয়ান নাছিরুল হক, রিজিওন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন ড. একেএম ফারুক, রিজিউন কো অর্ডিনেটর লায়ন আবুল কাশেম বাবু, গর্ভনর প্রটোকল অফিসার মাহবুব আলম ভুইয়া সোহেল, কনভেনশন ট্রেজারার লায়ন মাকসুদা মাহমুদ মিলা, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন আকরামুজ্জামান, লিও আশরাফুল ইসলাম সিজান ও লিও শিবলী নোমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ রফিক মিয়া, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ জালাল উদ্দিন, ট্রেজারার লায়ন আব্দুল কাইয়ুম, টেইলটুইস্টার লায়ন এডঃ সৈয়দ কামরুল ইসলাম, ডিরেক্টর লায়ন মোঃ হিরাজ মিয়া, মেম্বার লায়ন সৈয়দ হুমায়ূন কবির, লায়ন গাজী মোঃ মিজবাহ উদ্দিন, লায়ন মোঃ ফখরুল আলম, লায়ন মোঃ আব্দুল আহাদ, লায়ন দুলাল সুত্রধর, লায়ন মোঃ মর্তুজা হাসান, লায়ন মোঃ আব্দুল রহমান, লায়ন দিপক কুমার দাশ, লায়ন এম এ আহাদ, লায়ন মোঃ লিয়াকত আলী খান, লায়ন আলহাজ্ব মোজাহিদ হোসেন চৌধুরী, লায়ন মোঃ কবির হোসেন, লায়ন মীর একেএম জামিলুন্নবী, লায়ন লেকচারার মোঃ ওয়াহিদুর রহমান, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল উদ্দিন খান, লায়ন চৌধুরী মিসবাউল বারী লিটন, লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী, লায়ন এডঃ অর্জুন চন্দ্র রায়, লায়ন সৈয়দ মাহমুদুল হক, লায়ন মোঃ এখলাছুর রহমান গোলাপ প্রমূখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ লিটন মিয়া ও সেক্রেটারী লায়ন এস এম আব্দুল আউয়াল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com