সোমবার, ২৬ মে ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার মানববন্ধন পালন করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ :
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সরকারী জে কে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সারা দেশের ন্যায় গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। প্রায় ১ ঘন্টাব্যাপী অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম, ম্যানেজিং কমিটির সদস্য করুনাময় দে বাচ্চু, রূপায়ন চক্রবর্তী, শিক্ষানুরাগী সদস্য বিকাশ রায় ও আব্দুস শহীদসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে সবাইকে আহ্বান জানান।
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী মানববন্ধন করেছে বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শহরের প্রধান সড়কে বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবালের নেতৃত্বে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মজিবুর রহমান মারাজ মেম্বার, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুর রাজ্জাক, আবুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর শিউলী বেগম, সহকারী প্রধান শিক্ষক জালাল আহমেদ, সহকারি শিক্ষক হালিমা খাতুন, শামীমা আক্তার, আলী হায়দার, হেলেনা আক্তার, সাজ্জাত মিয়া, মীর ইখলাছুর রহমান, শেফা আক্তার, মোহাম্মদ শোয়েব, সজল বরণ ব্রহ্মচারী প্রমুখ।
হবিগঞ্জ ঃ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে টাউনহল রোডে মানববন্ধন পালিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারী মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলী, মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মোঃ জহিরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, সাবিনা চৌধুরী, সুধীর চন্দ্র দে, শরীফা বেগম, মোঃ বদরুজ্জামান তালুকদার, সেলিনা আক্তার, সাবিনা ইয়াছমিন, শিউলি রানী দাস, তাহমিনা আক্তার, খোদেজা আক্তার, মোঃ আশিক আলী, বিপ্লব কুমার দাস, পংকজ কান্তি তালুকদার, আক্তার নাহার পলি, মোঃ দুলাল মিয়া তালুকদার, রওশন আরা বেগম, সুবর্না নার্গিস, মনী রানী পাল। বক্তাগণ বলেন, যে কোনো মূল্যেই হোক এদেশ থেকে সন্ত্রাস দুর করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com