মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

বানিয়াচঙ্গে জঙ্গি তৎপরতা রোধে আলেমদের সাথে পুলিশের মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫৫৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গের জঙ্গি তৎপরতা রোধকল্পে বিশিষ্ট আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেছে বানিয়াচং থানা পুলিশ। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) মোঃ সাজিদুর রহমান। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি ও সিনিয়র আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, খেলাফত মজলিশ সভাপতি মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুখলিছুর রহমান, জমিয়তে উলামা ইসলাম এর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল জলিল ইউসুফী, বানিয়াচং শরীয়ত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা জামে মসজিদ এর ইমাম মোঃ ছাইদুর রহমান খান, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির, মুজাহিদ কমিটির সেক্রেটারী মোঃ হামদু মিয়া চৌধুরী, দারুস সালাম মাদ্রাসার মুফতী আহমেদ আলী, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক মুফতী তাফাজ্জুল হক কাসেমী, বড়হাটি জামে মসজিদ এর খতিব মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিশ এর সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ আনসারী, মাওলানা আবুহুরা হীরা, মাওলানা বদরুল আমীন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা হাদীসুর রহমান, মাওলানা শফিকুর রহমান প্রমুখ। বক্তারা বানিয়াচংয়ে যে কোন ধরনের জঙ্গি তৎপরতারোধে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান বলেন, জঙ্গি তৎপরতা রোধে আলেম সমাজের ভূমিকা অপরিহার্য্য, বিশেষ করে যারা ইমাম সাহেবগণ তারা প্রতি শুক্রবার জুম্মার নামাজ এর আগে এ বিষয়ে বক্তব্য রেখে জনসচেতনতা সৃষ্টি করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com