সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

নবীগঞ্জের কাজীগঞ্জÑমার্কুলী সড়কের বেহাল হাল ॥ গর্তে আটকে থাকে গাড়ী প্রতিদিন ঘটছে দূর্ঘটনা

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০১৬
  • ৪৭৪ বা পড়া হয়েছে

ফরিদ সিকদার, কাজীগঞ্জ (নবীগঞ্জ) ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার থেকে বানিয়াচং উপজেলার কাদিরগঞ্জ (মার্কুলী) সড়কের বেহাল অবস্থা। ওই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে শত শত গাড়ী চলাচল করে। নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের লক্ষাধিক লোক ওই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতয়াত করেন। কাজীগঞ্জ থেকে কাদিরগঞ্জ ২৩ কিঃমিঃ সড়কটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ২৩ কিঃমিঃ সড়কটিতে যাতয়াতে যেখানে ৪৫ থেকে ৫০ মিনিট সময়ে পাড়ি দেয়ার কথা, সেখানে মিনিবাস ও সি.এন.জি’র সময় লেগে যায় প্রায় দেড় ঘন্টা। একদিকে যাত্রী সাধারনের সময় ও অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে গাড়ী মালিকদের অতিরিক্ত জ্বালানী খরচ ও গাড়ী মেরামতে হাজার হাজার টাকার ক্ষতির সম্মুখিন। এমনিতে এ সড়কে গাড়ী ভাড়া অতিরিক্ত আদায় হচ্ছে। তার উপর রাস্তা সংস্কার না হওয়ার অজুহাতে যাত্রীদের কাছ থেকে জুলুম করে আদায় করছে দ্বিগুন থেকে বেশি ভাড়া। সরেজমিনে দেখা যায়- কাজীগঞ্জ বাজার, বাগাউড়া, হরিনগর, ফার্মের বাজার, রামপুর, শৈলা, হলিমপরু, সোনাপুর, জগন্নাথপুর বাজার, বাল্লারহাট, বাউশি, চক বাজার, দৌলতপুর, কাদিরগঞ্জের (মার্কুলী) কিছুদুর পর পর রাস্তার কার্পেটিং নষ্ট হয়ে ইটের খোয়া সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে বিঘœ ঘটে। রাস্তার কার্পেটিং ও ইটের খোয় সরে যাওয়ায় অনেক জায়গায় কাদার উপর গাড়ী হেলে দুলে চলে। এসব কারণে প্রতিদিন কোন না কোন গাড়ী বড় গর্তে আটকে থাকে। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি সংস্কার না করার কারণে ও বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে রাস্তাটি এহেন অবস্থা। কয়েকটি বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে রাস্তার দূরবস্তার কথা জিজ্ঞেস করিলে তারা জানান, মালামাল পরিবহনে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অনেক সময় ড্রাইভাররা মালামাল নিয়ে আসার পর বেকে বসে গাড়ীর যন্ত্রাংশ নষ্ট হওয়ার অজুহাতে। ব্যবসায়ীরা অতিরিক্ত ভাড়া পরিশোধের কারণে নিত্য প্রয়োজনীয় মালামালের মূল্য বৃদ্ধি পায়। যার প্রভাব সরাসরি ভূক্তা সাধারণর ভোগ করিতেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com