নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সাবরেজিষ্ট্রারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দূর্নীতি ও ঘুষ কেলেংকারীর অভিযোগ পাওয়া গেছে। তিনি নিয়মকে অনিয়ম আর অনিয়মকে নিয়মে পরিণত করে রেজিষ্ট্রারী কার্যক্রম সম্পন্ন করছেন। উক্ত সাবরেজিষ্ট্রার নুরুল আমীন নবীগঞ্জে যোগদানের পর থেকে অন্য উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করার কারণে সপ্তাহে ৩ দিন (রবি, সোম ও মঙ্গলবার) রেজিষ্ট্রারী কাজ সম্পন্ন করে থাকেন। কিন্তু গত ১২ মে বৃহস্পতিবার তিনি হঠাৎ করে নবীগঞ্জে আসেন গোপনে একটি রেজিষ্ট্রারী সম্পন্ন করার জন্য। খবর পেয়ে শহরের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার মিয়া তার সহোদর ভাই ও বোন যাহাতে যথাযথ কাগজপত্র ব্যাতিরেখে এবং ভাটোয়ারা নামা না করে রেজিষ্ট্রারী করতে না পারে সে জন্য একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনের কোন তোয়াক্ষা না করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে উক্ত সাবরেজিষ্ট্রার শ্রীমঙ্গলে তার বাসায় বসে ব্যবসায়ী আনোয়ার মিয়ার লন্ডন প্রবাসী ভাই আমীর হোসেন ও প্রবাসী বোন সুফিয়া বেগমের দু’টি পৃথক রেজিষ্ট্রারী সম্পন্ন করেন। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সুত্রে জানা যায়, উপজলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত হাজী নজির মিয়ার ছেলে শহরের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার মিয়ার সাথে প্রায় ১ শত কেদার ভুমি খরিদ করার জন্য আলোচনা করে দামদর সাব্যস্ত করে ঢাকার প্রীতি গ্র“প কোং। এ নিয়ে আনোয়ার মিয়া তার প্রবাসী ভাই-বোনদের সাথেও কথা বলেন। এরই মধ্যে প্রীতি গ্র“প কোম্পানীর লোকজন গোপনে তার ভাই লন্ডন প্রবাসী আমীর হোসেন এর সাথে যোগাযোগ করে আনোয়ার মিয়াকে পাশকাটিয়ে উক্ত ভুমি রেজিষ্ট্রারীর উদ্যোগ নেয়। হঠাৎ করে আনোয়ার মিয়া খবর পান তার ভাই-বোন দেশে ফিরে গত ১২ মে বৃহস্পতিবার সাবরেজিষ্ট্রার নুরুল আমীনকে মোটা অংকের টাকার বিনিময়ে নবীগঞ্জ এনে ভাগভাটোরা বিহীন ভুমি জাল ওয়ারিশান সার্টিফিকেট’র মাধ্যমে রেজিষ্ট্রারী করে দিচ্ছে প্রীতি গ্র“পের নামে। খবর পেয়ে আনোয়ার মিয়া একটি লিখিত আবেদন করেন। ওই আবেদনকে তোয়াক্ষা না করে উক্ত সাবরেজিষ্ট্রার অনিয়মের মাধ্যমে কয়েক লাখ টাকা ঘুষের বিনিময়ে শ্রীমঙ্গলে বসে নবীগঞ্জের ওই ভুমি টুকু রেজিষ্ট্রারী করে দেন। যার ফলে আনোয়ার মিয়া ব্যাপক ক্ষতির সম্পূখীন হতে যাচ্ছেন। এতে দখল বেদখল নিয়েও দাঙ্গা-হাঙ্গামার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে আনোয়ার মিয়া বলেন, প্রীতি গ্র“প কোং তার সাথে বেঈমানী করেছে। কিন্তু সাবরেজিষ্ট্রার ভুয়া ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে ভাটোয়ারা বিহীন যৌথ সম্পত্তি রেজিষ্ট্রি করে দিয়ে আমাদেরকে দাঙ্গামার দিকে ঠেলে দিয়েছেন। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। এদিকে সাবরেজিষ্ট্রার নুরুল আমীনের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সুইচ অফ পাওয়া যায়।