শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • আপডেট টাইম শনিবার, ১৪ মে, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতি ও বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও  হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তাফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বৈশাশী টিভির জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও আরটিভির জেলা প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরবিতানের সাধারণ সম্পাদক আবুল ফজল, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সদর থানা যুবদলের সহ-সভাপতি মোঃ অলিউর রহমান অলি, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহেমদ চৌধুরী, ব্যাংকার আব্দুর রকিব, আব্দুন নুর, লোকালয় বার্তার বিশেষ প্রতিনিধি এম সজলু, হবিগঞ্জ সমাচারের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ টিপু, জাকারিয়া চৌধুরী, আখলাছ আহমেদ প্রিয়, নিরঞ্জন গোস্বামী শুভ, জাহেদ আলী মামুন, মোস্তাকিম বিল্লাহ, দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ আলম, বৃন্দাবন সরকারী কলেজের ছাত্রী নার্গিস সুলতানা, পিয়ারা আক্তার, হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মরিয়ম আক্তার তফুরা প্রমুখ। সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনসহ সকল গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজ উন্নয়নের ভূমিকা পালন করে। তিনি হবিগঞ্জের সকল সাংবাদিককে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য আহ্বান জানান। সভাশেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন করেন। পরে শহরে একটি র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com