মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ॥ ৫ গাড়ি জব্দ বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত অলিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি ॥ ৪ ব্যবসায়ীকে জরিমানা বাহুবলের পুটিজুরি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম গ্রেফতার হবিগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে ব্যবসায়ীর যাবজ্জীবন রজতজয়ন্তী ও ছাত্র-শিক্ষক পুনর্মিলনী সফল করতে ব্যবস্থাপনা এলামনাই এসোসিয়েশন প্রবাসী শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম’র সৌজন্য সাক্ষাৎ বানিয়াচংয়ে পূবালী ব্যাংক’র ইসলামী কর্নার উদ্বোধন শায়েস্তাগঞ্জে আ’লীগ নেতা শিবলু গ্রেপ্তার উমেদনগরে ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড শহরের গোসাইপুরে আরসিসি ড্রেন নির্মাণ করেছে পৌরসভা

বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্যানিংগঞ্জ বাজার রণক্ষেত্র ॥ আহত অর্ধশতাধিক ॥ ৫৪ রাউন্ড শর্টগান ও ১৬ রাউন্ড টিয়াসেল নিক্ষেপ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ মে, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং সদরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫৪ রাউন্ড শর্টগান ও ১৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকাল প্রায় ৪টার দিকে বড়বাজার থেকে টমটম যোগে গ্যানিংগঞ্জ বাজারে আসেন যাত্রাপাশা এলাকার জনৈক আয়ূব আলী মেম্বার। টমটম থেকে নেমে যাত্রী ভাড়া পরিশোধ এর জন্য ১শ টাকার একটি নোট টমটম চালক ইনাতখানী গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে মোর্শেদ মিয়ার হাতে দেন। পরে মোর্শেদ তাকে ৭০ টাকা ফেরৎ দেন। তন্মধ্যে ৫০ টাকার একটি ছেঁড়া নোট থাকায় আয়ূব আলী মেম্বার তা বদল করে দেয়ার জন্য টমটম চালককে বলেন, চালক তার কাছে আর কোন টাকা নেই বলে সেটাই নেয়ার জন্য বলে। আয়ূব আলী আবারও ছেঁড়া নোট বদল করতে চাইলে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাৎক্ষণিক এ বিষয়টি নজরে আসে সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান এর। তিনি বিষয়টি সমাধান করে দিবেন বলে উভয়পক্ষকে এ বিষয় নিয়ে আর কোন ধরনের বাড়াবাড়ি না করার অনুরোধ করেন। এর পরপরই টমটম চালক সমিতির অফিসে এ পরিস্থিতি নিয়ে জরুরী বৈঠকে বসেন টমটম চালক ও মালিক সমিতি। বৈঠক চলাকালীন সময়ের মধ্যেই আয়ূব আলী পক্ষের লোকজন সাঘরদিঘির দক্ষিণপাড়ের বাসিন্দা মনজিল মিয়ার ছেলে ইলেকট্রনিক্স মিস্ত্রী মোর্শেদ মিয়াকে টমটম চালক মনে করে মারধোর করে গুরুতর আহত করে। বিষয়টি টমটম চালকদের মধ্যে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত পক্ষে ২০টি টমটম ভাংচুরসহ বাজারে ব্যাপক ভাংচুর চালায় সংঘর্ষকারীরা। আতংকিত হয়ে সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দোকানের ভিতরে অবস্থান নেয়। তবে বাহিরে অবস্থানরত ফল ব্যবসায়ী, কাচামাল ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সাধন হয়ে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান। সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে দুলাল (২৮), আব্দুল করিম (৩২), মোখলেছ (৪০), বসির আলী (৬০), মতিন (৪৫), তারেক (২৫), রাশি (১৮), হাদিস মিয়া (৩২),  বাছিত (২৫), রনি (২০), মিজান (৩০), মোর্শেদ (২৫) সহ অনন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে বিপূল সংখ্যক পুলিশ টিয়ারসেল, লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রনে বাজারসহ আশপাশের এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com