স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আড়াই মাসের শিশুকে রেখে পালিয়েছে পিতা-মাতা। ওই শিশুকে নিয়ে নার্স, ব্রাদার ও পুলিশসহ সংশ্লিষ্টরা পড়েছে বিপাকে।
হাসপাতালে কর্মরত নার্স জানান, গত শনিবার ওই শিশুকে তার পিতা-মাতা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। তার পিতার নাম রুশন আলী, শিশুর নাম-মদিনা আক্তার, গ্রাম-ইনাতাবাদ, হবিগঞ্জ লিপিবদ্ধ করা হয়। রবিবার সকাল থেকে ওই শিশুর পিতা-মাতাকে খোঁজে পাওয়া যাচ্ছে না। ফলে নার্স ও আয়া ওই শিশুটিকে নিয়ে বিপাকে পড়ে। বিষয়টি হবিগঞ্জ সদর থানাকে অবগত করা হলে পুলিশ ইনাতাবাদে খোজাখুজি করেও শিশুর পিতা-মাতাকে পায়নি। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, শিশুটির পিতা-মাতা মানসিক রোগী। শিশুটি হাসপাতালের নার্স ও আয়ারা জিম্মায় রয়েছে।