স্টাফ রিপোর্টার ॥ অনুমতি ব্যতিরেকে শহরে সাটানো ব্যানার, ফেষ্টুন, তোড়ন, বিলবোর্ডসহ নানা প্রচারমূলক বোর্ড অপসারণ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল রবিবার সকাল থেকে এ অভিযান শুরু করা হয়। প্রেসক্লাব রোডে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পৌরকর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ অন্যান্যরা। উল্লেখ্য গত ২০ মার্চ হবিগঞ্জ পৌরসভায় হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা ও হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহিরের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বিশেষ সভায় শহরের সৌন্দর্য্য রক্ষা ও ঝড়-তুফানে দুর্ঘটনার আশংকা দুর করতে পৌর এলাকায় সাটানো ব্যানার, ফেষ্টুন, তোড়ন, বিলবোর্ডসহ নানা প্রচারমূলক বোর্ড অপসারন অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী ২ এপ্রিলের মধ্যে পৌরসভার অনুমতি ব্যতিরেকে সাটানো ব্যানার, ফেষ্টুন, তোড়ন, বিলবোর্ডসহ নানা প্রচারমূলক বোর্ড অপসারন করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়ে মাইকিং ও এয়ার লিংক টিভিতে বিজ্ঞপ্তি প্রচার করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল রবিবার হতে পৌরসভার উদ্যোগে এগুলো অপসারণ শুরু হয়। পৌরসভা সুত্র জানিয়েছে এ অভিযান অব্যাহত থাকবে।