মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

শীঘ্রই উপজেলার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেব-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের বুল্লা ইউনিয়নের লুকড়া-মাদনা সড়কে ব্রীজ উদ্বোধনসহ ৭ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শুক্রবার সকাল ১১টায় মাদনা সড়কের বলাকান্দি সংলগ্ন ব্রীজের উদ্বোধন করেন তিনি। যার নির্মাণ ব্যায় ২ কোটি টাকা। পরে ৭৪ লাখ টাকা ব্যয়ে লুকড়া-মাদনা সড়কের ভবানীপুর সংলগ্ন রাস্তার ১ কিলোমিটার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সংসদ সদস্য। এছাড়া প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত লুকড়া-মাদনা সড়কের বাঘারিয়া খালের উপর ৬০ মিটার দীর্ঘ ব্রীজের উদ্বোধন করেন তিনি। পরে মদনা বাজারে ২৭ লাখ টাকা ব্যয়ে ঘাটলা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন এবং ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে ৩০ লাখ টাকা ব্যয়ে ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন এবং আশ্রয়ন ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
পরে ভরপুর্নি গ্রামবাসীর পক্ষ থেকে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় হবিগঞ্জেও যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের জোয়ার বয়ে গেছে। হবিগঞ্জ সদর-লাখাই আসনের বিভিন্ন এলাকা যুগের পর যুগ অবহেলিত থাকলেও তাদের প্রতি কোন সরকারের আমলে দৃষ্টি দেওয়া হয়নি। আমি এলাকার সন্তান হিসাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি। দুই উপজেলার বিভিন্ন স্থানে ব্যয়বহুল ব্রীজ নির্মাণসহ রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। ভবিষ্যতেও আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।
সংসদ সদস্য বলেন, আমি নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। শীঘ্রই উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেব ইনশাল্লাহ।
বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান বায়েজিদ মিয়া, প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নেওয়াজ, আব্দুর রহমান, আমিরুল ইসলাম আলম, খোকন চন্দ্র গোপ সৈকত, নেপাল চন্দ্র দাশ, মহিবুর মিয়া মেম্বার, মোঃ ছানু মিয়া, বদিউল আলম কাজল, হাফিজুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন শেখ মুর্শেদ কামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com