সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে কলেজ উপধ্যক্ষকে হত্যার হুমকি

  • আপডেট টাইম শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ নুরুল আমিনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। কলেজ কমিটির সদস্য আবদুল আজিজের অনৈতিক দাবি পূরণ না হওয়ায় এ হুমকি দেয়া হয় বলে তিনি জানান। এনিয়ে ৫ মার্চ কলেজ গভর্ণিংবডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবুসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কলেজ কমিটির আগামী বৈঠকে এ ঘটনাকে আলোচ্যসূচীর অন্তর্ভূুক্তির নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদানের জন্য বিবিয়ানার গ্যাস উত্তোলনে নিয়োজিত মার্কিন কোম্পানী শেভরণ চিঠি দেয়। অধ্যক্ষের নির্দেশনায় গঠিত কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের বাচাই কার্যক্রম শুরু হয়। স্থানীয় ঠিকাদার আবদুল আজিজ উপাধ্যক্ষ নুরুল আমিনের নিকট কিছু শিক্ষার্থী অন্তর্ভূক্তির দাবি করেন। শেভরন নীতিমালার বিপরীতে তালিকা ভূক্তির সুযোগ না থাকার কথা জানালে ক্ষুব্ধ হন আবদুল আজিজ। তার নির্দেশ মোতাবেক তালিকাভূক্তির জন্য চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে মারমুখী হয়ে উপাধ্যক্ষ নুরুল আমিনের উপর চড়াও হন। এসময় উপস্থিত কলেজ শিক্ষক শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, গিয়াস উদ্দিন, ক্লার্ক মোঃ জিতু মিয়া আবদুল আজিজকে নিবৃত্ত করেন। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন খান ও কলেজ কমিটির সদস্য জসিম উদ্দিন। এনিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কলেজ সূত্র জানায়, কলেজ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভূক্তির পর থেকেই আবদুল আজিজ কলেজের বিভিন্ন কর্মকান্ডে অনৈতিক হস্তক্ষেপ করে আসছেন। তার রোষানল থেকে কারো রেহাই মিলছেনা। প্রতিনিয়ত কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে খবরদারি করেন। কথায় কথায় শিক্ষকদের চাকুরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। সার্বিক বিষয়ে কলেজ গভর্ণিংবডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এমএমুনিম চৌধুরী বাবু বলেন, ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগের ভিত্তিতে আগামী গভর্ণিংবডির বৈঠকে আলোচ্যসূচির অন্তর্ভূুক্তির নির্দেশ দিয়েছি। এনিয়ে সংযত থাকার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com