শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

পিএসসি পরীক্ষার ফল প্রকাশ পাশের হার ৯৭% ॥ জেলায় সেরা বাহুবল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ৬৭৩ বা পড়া হয়েছে

বরুন সিকদার/ফরহাদ চৌধুরী ॥ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশের পরদিন গতকাল পিএসসি এর ফল প্রকাশিত হয়েছে। এ বছরে হবিগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) ৩৪ হাজার ৮১৯ জন পরিক্ষার্থীর মধ্যে ৩৩ হাজার ৭৬৮ জন কৃতকার্য হয়েছে। পাশের হার শতকরা ৯৬.৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫৬ জন। পাশের হারের দিক দিয়ে জেলার ৮ টি উপজেলার মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে বাহুবল উপজেলা।
এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় জেলার মোট ৩ হাজার ১৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে পাশ করেছে ২হাজার ৭শ ৮৮ জন। পাশের হার ৯২.৩৫%। জিপিএ- ৫ পেয়েছে মাত্র ১৫ জন। ইবতেদায়ী পরীক্ষায়ও জেলার মধ্যে পাশের হারের দিক থেকে সবচেয়ে ভাল অবস্থানে বাহুবল উপজেলা।
বর্তমান সময়ের দেশর চলমান সংকটময় অবস্থার মাঝে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছরের নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হবার কথা থাকলেও রাজনৈতিক পেক্ষাপটে তা পিছিয়ে ডিসেম্বরে শেষ হয়। ২৪ দিনের মাথায় পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল দুপুর ১২ টার সারাদেশের ন্যায়ে হবিগঞ্জ জেলার সব কয়টি কেন্দ্র থেকে এক যোগে ফলাফল প্রকাশ করা হয়। অনলাইনেও ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশের পূর্ব থেকেই প্রত্যাকটি কেন্দ্রেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি বাড়তে থাকে। কাংখিত ফল প্রকাশের পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোট অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে বাহুবল উপজেলায় ২ হাজার ৭শ৫৭ জনের মধ্যে ২ হাজার ৭শ৫২ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ৯১ জন। পাশের হার ৯৯.৮২%। মাধবপুরে ৬ হাজার ২১ জনের মধ্যে ৫ হাজার ৯শ২৩ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ২শ ৩২ জন। পাশের হার ৯৮.৩৭%। হবিগঞ্জ সদর উপজেলায় ৫ হাজার ৯শ৭৮ জনের মধ্যে ৫ হাজার ৮শ ৫২ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৩শ ৩৪ জন। পাশের হার ৯৭.৮৯%। চুনারুঘাটে ৫ হাজার ৩শ৩৭ জনের মধ্যে ৫ হাজার ২শ১৩ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ১শ ৪৮ জন। পাশের হার ৯৭.৬৮%। বানিয়াচংয়ে ৪ হাজার ৯শ ৫৮ জনের মধ্যে ৪ হাজার ৮শ ১০ জন পাশ করে। জিপিএ ৫ পেয়েছে ১শ ১৪ জন। পাশের হার ৯৭.০১%। লাখাইয়ে ২ হাজার ৪শ৯০ জনের মধ্যে ২ হাজার ৩শ৬৩ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ৫২ জন। পাশের হার ৯৪.৩২%।, নবীগঞ্জে ৫ হাজার ৬শ৯১ জনের মধ্যে ৫ হাজার ৩৬৮ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছে ১শ ৩৭জন। পাশের হার ৯৪.৩২% এবং আজমিরীগঞ্জ উপজেলায় ১ হাজার ৫শ ৮৭ জনের মধ্যে ১ হাজার ৪শ ৮৭ জন কৃতকার্য হয়েছে। জিপিএ – ৫ পেয়েছে ৪৮জন। পাশের হার ৯৩.৭০%।
এছাড়া জেলার ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে বাহুবল উপজেলায় ৪শ ৮৬ জনের মধ্যে ৪৭১ জন পাশ করেছে। পাশের হার ৯৬.৯১%। মাধবপুরে ২শ ৪৩ জনের মধ্যে ২শ ২৯ জন পাশ করেছে। জিপিএ – ৫ পেয়েছে ১ টি। পাশের হার ৯৪.২৪%। হবিগঞ্জ সদর উপজেলায় ৪শ ৭০ জনের মধ্যে ৪শ ৫১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭ জন। পাশের হার ৯৫.৯৬%। চুনারুঘাট উপজেলায় ৪শ ৮৪ জনের মধ্যে ৩শ ৮১ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাশের হার ৭৮.৭২%। বানিয়াচংয়ে ৩শ ৯৩ জনের মধ্যে ৩শ ৭২ জন পাশ করেছে। পাশের হার ৯৪.৬৬%। লাখাইয়ে ১শ ৬৮ জনের মধ্যে ১শ ৫৪ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১জন । পাশের হার ৯১.৬৭%। নবীগঞ্জে ৭ শ ৮৭ জনের মধ্যে ৬শ ৭৮ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাশের হার ৯৪.০৪%।  এবং আজমিরীগঞ্জ উপজেলায় ৫৪ জনের মধ্যে ৫২ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ৯৬.৩০%।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com