বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

সেমিনারে জেলা ও দায়রা জজ মোঃ আতাবুল­াহ \ সেবা করার মাধ্যমে মানুষ সমাজে মহান হতে পারে

  • আপডেট টাইম রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান মোঃ আতাবুল­াহ বলেছেন “সমাজের কেউ আইন সেবা পাবে আর কেউ পাবে না এমনটি হলে আইনের শাসন বাস্তবায়ন সম্ভব হবে না। আইনের শাসনের মূল কথাই হচ্ছে সকলকে আইনের সেবা পাওয়ার নিশ্চয়তা প্রদান। সারা বাংলাদেশে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রান্তিক মানুষকে বিনামূল্যে আইন সেবা প্রদান করা হয়ে থাকে। আর্থিক অস্বচ্ছল মানুষ এ সেবা পেতে পারেন”। লিগ্যাল এইড কমিটির আয়োজনে সেমিনারে জেলা ও দায়রা জজ এসব কথা বলেন। তিনি বলেন-সেবার মাধ্যমে মানুষ সমাজে মহান হতে পারে। উপ-মহাদেশে হাজী মোহাম্মদ মহসিন, বাংলাদেশে রণ প্রসাদ সেনসহ অসংখ্য মানুষ রয়েছেন যারা সাধারণ মানুষের সেবা করে অমর হয়ে আছেন। সাধারণ মানুষকে আইন সেবা প্রদানের মাধ্যমে একজন আইনজীবী সমাজের তার নিজস্ব অবস্থান আরও সুদৃঢ় করতে পারেন। গতকাল শনিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মোঃ আতাবুল­াহ বলেন- আমেরিকা, বৃটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, কানাডাসহ সকল উন্নত দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে। কোন মামলা আদালতে যাবে, তা নির্ধারণ হয় বিকল্প বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্তের পর। আমাদের সমাজে এ প্রথা চালু হতে সময় লাগলেও তার গ্রহণযোগ্যতা প্রমাণিত হয়েছে। সবকিছু নিয়ে আদালতে দৌড়াতে হবে এ মন মানসিকতা পরিহার করে সমাজের উপর আস্থা রাখা ভাল। সহজ এবং সাধারণ বিরোধ বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সমাধান এবং জটিল বিরোধগুলো কোর্টে নিয়ে আসলে তাতে মানুষ উপকৃত হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার বলেন- আইনে যা করতে নিষেধ তা করা অপরাধ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো আপোষ নিষ্পত্তির মামলা নয়। তারপরও অনেকে কোর্টে আপোষ নামা দাখিল করেন। অথচ এসব মামলায় আপোষনামা দাখিলের সুযোগ নেই। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সোলায়মান, চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সালেহ উদ্দিন আহমেদ, সেক্রেটারী সুবীর রায়, জিপি এডভোকেট মোঃ আফিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, এডঃ মুরলী ধর দাস, এডভোকেট ইলিয়াছ মিয়া, এডঃ আব্দুল মুহিত চৌধুরী, এডঃ আব্দুল মালেক, এডঃ এম এ মজিদ, এডঃ মমতাজ খানম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com