সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ের ধর্ষক মনু শ্বশুর বাড়ি গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৪৬৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ প্রথমবার ধর্ষণ করা হয় হত্যার হুমকি দিয়ে অস্ত্রের মুখে। এরপর স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয় ধর্ষকের বিচার করা হবে। কিন্তু এতেও দমেননি ওই ধর্ষক। কয়েক দিন পর বাড়িতে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে আবারও ধর্ষণ করা হয়। নির্মম এ ঘটনা ঘটেছে বানিয়াচঙ্গে। ধর্ষকের নাম মনু মিয়া। গতকাল বৃহস্পতিবার ভোরে মাধবপুর উপজেলার ভারত সীমান্তবর্তী মনতলা ইউপির মগলপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে বানিয়াচঙ্গ থানা পুলিশ। এ ঘটনায় মামলা করেছেন ধর্ষণের শিকার নারী নিজে বাদী হয়ে। পুলিশ ও মামলার এজাহার থেকে জানা গেছে, ওই নারীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন মনু মিয়া। রাস্তায় একা পেলেই চলত যৌন হয়রানি। এক পর্যায়ে ওই নারীকে দেখে নেয়ার হুমকি দেন তিনি। এজাহারে আরো বলা হয়, গত ১৪ জানুয়ারি ওই নারীর স্বামী গ্রামের পৌষ সংক্রান্তির মেলায় যান। এ সুযোগে রাতে মনু মিয়া ঘরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে হত্যার হুমকি দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরের দিন ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুরুব্বিরা গ্রাম পুলিশের সহায়তায় মনু মিয়াকে আটক করে। তাৎক্ষিণক সালিশ বৈঠকে মনু মিয়া ধর্ষণের কথা স্বীকার করেন। একই সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, স্থানীয় সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খানের উপস্থিতিতে এ ঘটনার বিচার করা হবে। এ সিদ্ধান্তের পর মনু মিয়াকে ছেড়ে দেয়া হয়। এর মধ্যে গত ১৭ জানুয়ারি রাতে মনু মিয়া তার এক সহযোগীকে নিয়ে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকেন এবং স্বামীর হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রের মুখে স্বামীর সামনেই ওই নারীকে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বানিয়াচঙ্গ থানায় মনু মিয়া ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com