অলিউর রহমান, লন্ডন থেকে \ লন্ডনে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভায় হবিগঞ্জের পরিবেশ বিপর্যয় ও গণস্বাস্থের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে বড় দিন ও ইংরেজি নববর্ষের দীর্ঘ অবকাশের পর পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি অভিজাত রেস্টুরেন্টে এক জমজমাট আলোচনা সভা গত ৫ জানুয়ারী অনুষ্টিতহয়। সন্ধ্যায় শুরু হওয়া সভা চলে মাঝ রাত পর্যন্ত। এ আলোচনা সভায় যোগদেন সুইডেন প্রবাসী হবিগঞ্জের কৃতী সন্তান ৯০ দশকের তোখোর ছাত্রনেতা বিশিষ্ট পর্যটক ও সমাজ সেবক এডঃ আব্দুল বাছিত চৌধুরী। মিসেস বাছিত চৌধুরী ও তাদের দুই পুত্র সহ বেলজিয়াম প্রবাসী সৈয়দ মহিবুর রহমান শামীম, আয়ারল্যান্ড প্রবাসী জহির উদ্দিন, আব্দুর রহিম, আপনজন ইউরোপের জুবায়ের আহমদ, মোঃ ইব্রাহীম সহ ওয়েলফেয়ারের নেতৃবৃন্দ। আলোচনায় হবিগঞ্জের সার্বিক উন্নয়নের বিষয়টি ঘুরে ফিরে আসে বারবার। সকলেই বাংলাদেশে সা¤প্রতিক ভূকম্পনে আতংকগ্রস্থ জনগন ও ভবিষ্যতে ভূমি কম্পন জনিত কারনে কোন প্রকার বিপর্যয় ঘটলে প্রবাসীদের করনীয় সম্পর্কে নিজ নিজ অভিমত ব্যক্ত করেন। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক জেলার গরীব ও অসহায়দেরকে বিনা মূল্যে চক্ষু ছানী অপারেশন প্রকল্পের (শুভ সুচনা)’র উদ্বোধনের প্রশংসা করা হয়। একই সাথে মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ এলাকায় স্থাপিত শিল্পাঞ্চলে অপরিকল্পিত ভাবে বিষাক্ত রাসায়নিক বর্জ্য নিস্কাশনের ফলে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ দূষন তথা কৃষি, মৎস্য, প্রাণী, বনজ সম্পদ ও গনস্বাস্থ্যের নিরাপত্তা হুমকির মুখে পতিত হওয়ায় সকলেই উৎকন্ঠা প্রকাশ করেন। জেলায় পরিবেশ তথা গনস্বাস্থ্যেসহ কৃষি, মৎস্য, প্রাণী ও বনজ সম্পদ রক্ষার করনীয় সম্পর্কে লন্ডনে একটি সেমিনার করার উপর গুরুত্ব প্রদান করা হয়। মধ্যরাত অবধি চলা প্রানবন্ত এই আলোচনা সভায় সংগঠনের সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব এম এ আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন এম এ আওয়াল, ব্যারিস্টার এনামুল হক, ব্যারিস্টার মাহমুদুল হক, এডঃ মোমিন আলী, ব্যারিস্টার তারেক চৌধুরী, শহীদুল আলম চৌধুরী বাচ্চু, কবি দেওয়ান হাবীব চৌধুরী, মোহাম্মদ জোবায়ের আহম্মেদ, মারুফ চৌধুরী, অলিউর রহমান, কাউন্সিলার সৈয়দ এনাম আহমদ উজ্জল, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, প্রভাষক অলিউর রহমান শাহীন, মহীউদ্দীন আহমদ ও সৈয়দ মোহাম্মদ শাহনেওয়াজ প্রমূখ।