বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সেলিম চৌধুরী ও সেফু চৌধুরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার ১০ ঘন্টার মাথায় জামিন শায়েস্তাগঞ্জে সার-বীজ বিতরণ করলেন এমপি আবু জাহির উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোতাচ্ছিরুল ইসলামকে বার পঞ্চায়েতের সমর্থন শায়েস্তানগর তেমুনিয়ায় রাস্তার পাশে অবৈধ দোকান ॥ অভিযানে উচ্ছেদ নিষেধাজ্ঞা অমান্য করে শহরের প্রধান সড়ক দিয়ে ট্রাক-ট্রাক্টরের প্রবেশ লাখাইয়ে ৩০ পিস ইয়াবাসহ ইসমাইল গাজী গ্রেফতার বাহুবলে ১ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন অবৈধ চুনারুঘাটে দিনব্যাপী এডিএসআরএমটিপি প্রকল্পের নন গ্রুপ কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

বানিয়াচঙ্গে বিনামূল্যে বই বিতরন করলেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ৪৮২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গে আনুষ্ঠানিক বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন করলেন সংসদ সদস্য আলহাজ এডঃ আব্দুল মজিদ খান। পহেলা জানুয়ারী শুক্রবার সকাল ১০টায় আমবাগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পাঠ্যপুস্তক দিবস ২০১৬ উপলক্ষ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি মোঃ ইকবাল হোসেন খান। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুন, মাধ্যমিক শিক্ষা সমিতি সভাপতি আলহাজ্ব আমীর হোসেন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার মিহির লাল আচার্য্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, ৩নং বানিয়াচং সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান। বানিয়াচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা এর পরিচালনায় বই বিতরনের পূর্বে আমবাগান উচ্চ বিদ্যালয়ের পটভূমি ও শিক্ষার অগ্রগতি বিষয়ে বক্তৃতা করেন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বানিয়াচং ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল আবদাল হোসেন খান, বানিয়াচং আইডিয়াল কলেজ প্রিন্সিপাল স্বপন কুমার দাস, সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ সালামত আলী খান, সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ বশীর আহমদ, ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোছাব্বির, প্রধান শিক্ষক আব্দুর রউফ, অবসর প্রাপ্ত পোষ্ট মাস্টার আলী হায়দার, প্রধান শিক্ষক নাদির বখত সোহেলী, হাবিবুর রহমান, আব্দুল কাইয়ুম, সাইফুল আলম, রাতুল মজুমদার, মোজাম্মিল হোসেন খান, আওলাদ মিয়া, মোঃ ফারুক মিয়া, সুকেশ কুমার চন্দ, মনিরুল ইসলাম, ছানাউল হক, মোঃ আলী রহমান, মোঃ শফিউল আলম খান, সর্দার সুরুজ আলী, ফজলু মিয়া, আশিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com