প্রেস বিজ্ঞপ্তি \ মেয়র প্রার্থী আমিনুর রশীদ এমরান মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল রিটার্নিং অফিসার মোঃ সফিউল আলমের নিকট মনোনয়ন পত্র জমা দেঢার সময় উপস্থিত ছিলেন- এডঃ কামাল উদ্দিন সেলিম, এম জি মুহিত, মহিবুল ইসলাম শাহিন, আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এডঃ আফজাল হোসেন, সেলিম আহমেদ, ফারুক আহমেদ, তুষার চৌধুরী, মোঃ আজম উদ্দিন, এস এম আউয়াল, এস এম সোহাগ, আব্দুল আহাদ আনসারী, এডঃ মাহফুজুর রহমান খোকন, শাহ আজিজুর রহিম, ইকবাল হোসেন, মীর দুলাল, কামাল শিকদার, মুকিম চৌধুরী, এডঃ আজিজুর রহমান, এডঃ ফারুক আহমেদ, আলমপনা চৌধুরী মাসুদ, শুকুর আহমেদ, সৈয়দ আজহারুল হক বাকু, সাইফুল ইসলাম রাজ, সাইফুল ইসলাম রকি, আল-আমিন ইসলাম, মোঃ জানু মিয়া, সাইফুল ইসলাম রিপন, আব্দুল হান্নান সুফল, শাফী চৌধুরী, আবুল বাশার জুমন, রাসেল মোলা, মোস্তাফিজুর রহমান পলাশ, আঃ রাজ্জাক শামিম, শেখ মোঃ রাসেল, শোয়েব রানা, মোঃ আরিফুল ইসলাম, মোঃ মুহিদুল ইসলাম, এ এক স্বপন, গোলাপ মিয়া, শাহজাহান মিয়া, শাহ আলম হোসাইন, এবাদ খান প্রমুখ।