বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিস দুর্নীতির আখড়ায় পরিণত

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০১৫
  • ৩৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টাকা না দিলে সংযোগের জন্য হয়রানির শিকার হতে হয়। বছরের পর বছর বছর অতিবাহিত হলেও সংযোগ পাওয়া যায় না। আর টাকা দিলে যখন-তখন সংযোগ পাওয়া যায়। অনেকে সংযোগের জন্য আবেদন করলেও অফিসে গিয়ে যোগাযোগ করলে বলা হয় আবেদনপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ এমন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করলে ওয়্যার ইন্সপেক্টর থেকে শুরু করে এজিএম (কম), ডিজিএম কেউই সদুত্তর দেন না। উল্টো তালিকাভূক্ত ইলেক্টিশিয়ান নামধারী স্থানীয় প্রভাবশালী দালালদের নিয়ে হুমকি-ধামকি এমনকি মারধর পর্যন্ত করা হয়। গ্রাহকদেরকে ভৌতিক বিল দেয়া থেকে শুরু করে কারণে-অকারণে বিনা নোটিশে গভীর রাতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। টাকা দিলে তাৎক্ষনিক সংযোগ পুনঃস্থাপন করা হয়, অন্যথায় জরিমানা কিংবা হয়রানি করা হয়। গ্রাহকদের না জানিয়ে মিটার পরিবর্তন নিয়ে মারধর ও মামলার ঘটনা পর্যন্ত ঘটেছে। গ্রাহকরা দুর্নীতির অভিযোগে ডিজিএম মিজানুর রহমান ও এজিএম (কম) অজয় তালুকদারের অপসারণের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করলেও তারা বহাল তবিয়তে রয়েছেন। জানা যায়, কামালখানী গ্রামের আবুল হোসেন ২০১১ইং সালের ১৬ জুন দেড় হাজার টাকা জমা দিয়ে সংযোগের জন্য আবেদন করেন। যার রশিদ নং-২৪৯০৮০। চার বছর অতিবাহিত হলেও অদ্যাবধি ওই আবেদনকারী সংযোগ পাবেন কি না তা অফিস কর্তৃক জানানো হয়নি। অথচ পত্রের মাধ্যেমে গ্রাহককে অবহিত করার নিয়ম রয়েছে। সম্প্রতি তিনি অফিসে গিয়ে খোঁজ নিলে ডিজিএম তাকে বলেন, আপনার আবেদনপত্রটি খুঁজে পাওয়া যাচ্ছে না। আবুল হোসেনের মত এমন আরো অনেক ভূক্তভোগী গ্রাহক আবেদন করেও দীর্ঘদিন ধরে সংযোগ পাচ্ছেন না বা পাবেন কি না সেই তথ্যও জানতে পারছেন না। নন্দীপাড়া গ্রামের আবিদুর রহমান নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। তার প্রতিটি বিলে ব্যবহৃত ইউনিট থাকলেও গত জুন মাসে তাকে মনগড়াভাবে ৭০০ টাকা গড় বিল দেয়া হয়েছে। ওই গ্রাহক অফিসে গিয়ে কারণ জানতে চাইলে সদুত্তর পাওয়ার পরিবর্তে তার মিটার পরিবর্তন করতে বলা হয়। নতুবা প্রতি মাসেই এভাবে বিল দেয়া হবে বলে হুমকি প্রদান করা হয়। আবিদুর রহমানের মত এমন অসংখ্য গ্রাহককে ভুতুড়ে বিল দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বড়বাজারের গ্রাহক একেএম মওদুদ হোসেন (হিসাব নং-৯২৭/২৪২০) এর দোকানের ভাড়াটিয়া মোঃ ফারুক মিয়া ও ফয়সল আহমেদ পলাশ জানান, তাদের মিটারে প্রতিমাসে ৬/৭শত টাকা হারে বিল আসতো। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার দেয়ার পর থেকে প্রতিমাসে ২৪০০/২৫০০ টাকা হারে বিল আসছে। তারা অফিসে জানালে কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন বললেও অদ্যাবধি কোন পদক্ষেপ নেননি। সম্প্রতি নন্দীপাড়ার মৃত আনফর মিয়ার বাড়ীর মিটার পরিবর্তন করতে গেলে বাড়ীর লোকজন মিটারে কোন সমস্যা না থাকলে পরিবর্তন না করার অনুরোধ করেন। কিন্তু জোরপূর্বক পরিবর্তন করতে চাইলে তারা বাঁধা দেন। এসময় লাইনম্যান রতীন্দ্র সূত্রধর মিটারে লোহার একটি যন্ত্র দিয়ে আঘাত করে চলে আসেন। পরদিন ভোরে মিটারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে বৈদ্যুতিক জিনিসপত্র পুড়ে যাওয়াসহ লোকজন আহত হয়। সম্প্রতি বাগ মহল্লায় অবৈধভাবে টমটমের ব্যাটারী চার্জ দেয়ার সময় এজিএম (কম) অজয় ওই লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা উৎকোচ নিয়ে রেহাই দেন। যা ডিজিএম মিজানুর রহমানও অবগত আছেন। এরকম অসংখ্য গ্রাহক আছেন যাদেরকে মোটা অংকের জরিমানার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। মুখ খুললে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দিয়ে এমন রমরমা ঘুষ বাণিজ্য অব্যাহত রাখা হচ্ছে। সম্প্রতি আরইবি থেকে সকল আবেদনকারীকে সংযোগ দেয়ার নির্দেশ দিলে বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিস থেকে এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এ কারণে আবেদনকারীরা উৎসাহ নিয়ে দলে দলে সংযোগের জন্য অফিসে ভিড় করছেন। কিন্তু অফিসে ঢুকেই তাদের আনন্দ মলিন হয়ে যায় অফিসের কর্মকর্তা-কর্মচারীদের আচরণের কারণে। ভুক্তভোগীরা প্রতিকার পাওয়ার আশায় ডিজিএম’র কাছে গেলে তিনি তাদেরকে প্রতিকার না করে পুনরায় দুর্ব্যবহারকারী কর্মচারীদের কাছে পাঠিয়ে দেন। অনেক গ্রাহক ডিজিএম’র এমন কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে কাগজপত্র ছিড়ে ফেলে অফিস ত্যাগ করেন। যেসব গ্রাহক সংযোগ পাচ্ছেন তাদেরকেও মোটা অংকের টাকা দিয়ে সোনার হরিণ লাভের মত সংযোগ নিতে হচ্ছে। ওয়্যারিং ইন্সপেক্টরদেরকে স্বাক্ষর প্রতি ৪০০/৫০০ টাকা হারে প্রদান করার অভিযোগও রয়েছে। সম্প্রতি ত্রিকর মহল্লা গ্রামের যুবলীগ নেতা শাহজাহান ডিজিএম’র কাছে গিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে এমন ঘুষ-দুর্নীতির প্রতিবাদ করলে অফিস সংলগ্ন দত্তপাড়া গ্রামের এক তালিকাভূক্ত ইলেক্টিশিয়ান তার সাথে বাকবিন্ডায় জড়িয়ে পড়ে। এসময় ডিজিএম ওই ইলেক্টিশিয়ানকে নিবৃত্ত করার চেষ্টা করেননি। এসময়  যুবলীগ নেতা শাহজাহান মিয়া ক্ষুুব্ধ হয়ে উঠলে অফিস সংলগ্ন নন্দীপাড়া এলাকায় তার আত্মীয়-স্বজন রয়েছে জানতে পেরে ওই ইলেক্টিশিয়ান নিবৃত্ত হয়। এসব ব্যাপারে ডিজিএম মিজানুর রহমানের মতামত জানতে মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। পরে পত্রিকায় সংবাদ প্রেরণ না করার জন্য অনেককে দিয়ে তদবীর করান। এ ব্যাপারে এলাকা পরিচালক মোঃ সেলিম মিয়া সাথে যোগাযোগ করা হলে তিনি জানান গ্রাহক ভোগান্তির ব্যাপারটি আমিও অবগত, অনেক গ্রাহক আমার কাছেও এসে এসব অভিযোগ দিচ্ছে আমি এসব ভোগান্তি দূর করতে চেষ্টা করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com