সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে মাদকের ব্যবসা জমজমাট

  • আপডেট টাইম রবিবার, ২৮ জুন, ২০১৫
  • ৫৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্পটে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করছে মাদক ব্যবসায়ীরা। মাদক ব্যবসায়ীদের কাছে এক কনেষ্টবল নিজেকে কখনও ডিএসবি কখনো সাব ইন্সেপেক্টও পরিচয় দিয়ে হাতিয়ে নেয় মাসোহারা নগদ টাকা। নবীগঞ্জ শহরতলীর একটি কনফেকশনারী দোকান, পৌর এলাকার আনমুনু, নোয়াপাড়া, জয়নগর, শিবপাশা রোড, চৌধুরীবাজার রোড়, তিমিরপুর, গন্ধ্যাপয়েন্ট, উপজেলার মান্দারকান্দি, আউশকান্দি, বালিধারা, শতক, পানিউমদা, হরিনগর, ইনাতগঞ্জসহ বিভিন্ন স্পটে চলছে মরন নেশা ইয়াবা, ভারতীয় নিষিদ্ধ ফেনসেডিল, হুসকী, বিয়ার, রাম বটকাসহ মাদক দ্রব্যের রমরমা ব্যবসা। যেন দেখার কেউ নাই। নেশার টাকা যোগান দিতে এলক্য়া বেড়েছে চুরি, ডাকাতি। মাদক ব্যবসা ছাড়াও এলাকার বিভিন্ন স্থানে রাতে ও দিনে পুলিশকে উৎকুচ দিয়ে চলেছে জুয়ার আসর হও। মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার বোর্ড থেকে ফায়দা নি”েছন সরকার দলীয় এক শ্রেনীর নেশাগ্রস্থ নেতারা।
সামাজিক ভাবে স্থানীয় লোকজন এর প্রতিবাদ করলে মাদক বিক্রিতা ও জুয়ারীদের বিভিন্ন রকম হয়রানীসহ হামলার শিকার হন। সচেতন মহলের দাবি প্রশাসনের তড়িত হস্তক্ষেপেই পাড়ে নবীগঞ্জে যুব সমাজকে মরন নেশা মাদ্রকের ধ্বংসের হাত থেকে বাচাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com