বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

নবীগঞ্জে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্থ নিম্নাঞ্চলে প্লাবনের আশংকা

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে গত দুই দিনের অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। বুধবার রাত থেকে শুক্রবার দিনব্যাপী টানা বৃষ্টিপাতের ফলে উপজেলা সদরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ব্যবসা, বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা। বৃষ্টির কারণে গত দু’দিনে শহরে লোকজনের আনাগোনাও কম ছিল। খেটে খাওয়া লোকজনের কাজকর্ম না থাকায় বিপাকে পড়েছেন। এছাড়া নবীগঞ্জ-বানিয়াচং সড়কের থানা সংলগ্ন রাজাবাদ ব্রীজের ডাইভারশনের করুন অবস্থা বিরাজ করছে। প্রায় ৬ মাস পুর্বে ওই ব্রীজ ভেঙ্গে নতুন ব্রীজ নির্মাণের জন্য একটি ডাইভারশন নির্মাণ করে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্টান। সড়ক থেকে নীচু করে ওই ডাইভারশন নির্মাণ করায় ঝুঁকিপুর্ণভাবে চলাচল করছে যানবাহন ও পথচারীরা। প্রায় ঘটছে দূর্ঘটনা। এতে ঠিকাদারী প্রতিষ্টানের কোন মাথা ব্যথা নেই। কর্তৃপক্ষও রয়েছে নীরব। অভিযোগ রয়েছে উক্ত ডাইভারশনে নাম মাত্র কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাঁদা, নর্দমার সৃষ্টি হওয়ায় লোকজন পা’য়ে হেটেও চলতে পারছে না। অপর দিকে বৃষ্টিপাতের মধ্যে বিদ্যুতের চরম লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। পৌর শহরে যানজটের দীর্ঘ লাইন থাকায় চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। জলজট ও যানজটের কবলে নবীগঞ্জের শহরবাসীর দুভোর্গের অন্ত নেই। গতকাল শুক্রবার সূর্ষের দেখা মেলেনি। এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে জনজীবন বিপর্যস্থ এর পাশপাশি উপজেলার নি¤œাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউপির চেয়ারম্যান সমর চন্দ্র দাশ জানান, এখন পর্যন্ত দেখার মতো কোথাও প্লাবিত হয়নি। তবে নি¤œাঞ্চলের কিছু আমন ফসলের তৈরী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, এখনও পর্যন্ত উপজেলার কোথাও প্লাবিত বা নদীর পানি বিপদসীমায় অতিক্রম হওয়ার খবর পাওয়া যায়নি। তবে নজরদারী রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com