মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জের ৩ যুবক মালয়েশিয়ার জেলে নাকি সাগরে

  • আপডেট টাইম রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৪২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভাগ্য ফেরাতে গিয়ে বিড়ম্বনায় পড়েছে বানিয়াচং ও আজমিরীগঞ্জের ৩যুবক। তারা কোথায় আছে তাদের পরিবারসহ কেউ কিছু বলতে পারছেনা। তাদের ভাগ্যে কি ঘটেছে তা-ও বলতে পারছেনা কেউ। এরা হচ্ছে- জুসেদ, পশ্চিমভাগের নোমান চৌধুরী ও গোপী চন্দ্র চন্দ মালয়েশিয়ার জেলে (?) নাকি থাইল্যান্ডের সাগরে ভাসমান নৌকায়। বানিয়াচঙ্গ উপজেলা সদর ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের  শরীফ উদ্দিন রোডের প্রথমরেখ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাড়ির রশিদ আহমেদের ছেলে সাইফুল ইসলাম জুসেদ, আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগের তিনকোশা মহল্লার মোঃ নোমান চৌধুরী (২১) ও গোপী চন্দ্র চন্দ (২৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, জুসেদ প্রাপ্ত বয়স থেকেই সংসারের ঘানি টানা শুরু করে। আড়াই তিন বছর পূর্বে সাড়ে চার লাখ টাকার সিএনজি কিনে নিজে দিন রাত্রি চালিয়ে দেড় দু’হাজার টাকা আয় করে বাধ্য সন্তান পিতা মাতার কাছে জমা দিত। ১ সন্তানের পিতা জুসেদ কোন দিন পরমা স্ত্রী শামীমা আক্তার এর নিকট আয়ের টাকা দেয়নি। পরিবার সংসার সুখের হলেও সোনার হরিন পাওয়ার নেশা মাথায় চড়ে। সিএনজি চালাতে গিয়ে মানব পাচারকারী দলের সদস্যদের খপ্পড়ে পড়ে জুসেদ। প্রলুব্ধ হয়ে কাউকে না জানিয়ে ১এপ্রিল বাড়ি থেকে উধাও হয়ে যায়। ৭ মে আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের তৈয়ব আলীর পুত্র অলিউর রহমান ফোন করে জুসেদ এর পিতাকে জানায় তার ছেলে মালয়েশিয়ার বর্ডারে আছে। ০০৬৬৮০৫৩৯১৪৮৯৩ নাম্বারে ফোন করলে জুসেদকে পাবেন। জুসেদের পিতা রশিদ আহমদ উক্ত নাম্বারে ছেলের সঙ্গে কথা বলেন। জুসেদ জানায় তারা থাইল্যান্ড ও মালয়েশিয়ার বর্ডারে অমানবিক কষ্টে জাহাজে আছে। শিবপাশা ইউ.পি’র রহমত আলীর পুত্র ১নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ ও আলী আকবর এর পুত্র মকবুল আলী’র মাধ্যমে উদ্ধারের জন্য আকুতি জানায়। আজিজ ও মকবুলের নিকট বারবার ধর্ণা দিয়েও জুসেদের পিতা-মাতা কোন কূলকিনারা না পেয়ে ছেলেকে উদ্ধারের আশায় পীর ফকিরের দ্বারে দ্বারে ঘুরছে। ৫৩ দিন পরও জুসেদ জীবিত না মৃত এ দুলাচালে পরিবারে চলেছে নিত্যমাতম। একই অবস্থা আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগের তিনকোশা মহল্লার নোমান চৌধুরী (২১) ও গোপী চন্দ্র চন্দ (২৫) এর পরিবারে। পিতা মৃত নিহার মনির চৌধুরী ও মাতা সুফিয়া খাতুন এর ৬ সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র নোমান চৌধুরী পিতার মৃত্যুর পর পরিবারের ঘানি টানছিল পশ্চিমভাগ বাজারে ব্যবসার আয় দিয়ে। নোমানের ছোট ভাই উমান চৌধুরী জানান, পশ্চিমভাগের গোপী চন্দ্র চন্দ ও নোমান ভাই মালয়েশিয়ায় যাওয়ার পথে সাগরের জাহাজে অথবা নৌকায় আটক রয়েছে। পশ্চিমভাগের অলিউরও তাদের সঙ্গে মালয়েশিয়ায় যাওয়ার জন্য চট্টগ্রাম পর্যন্ত সঙ্গে ছিল। সেখান থেকে কৌশলে বাড়িতে ফিরে আসে। একই গ্রামের সুরেশ চন্দ্র চন্দ এর পুত্র গোপী চন্দ্র চন্দ ২ ভাই ও ৫ বোনের সংসার সেলুনের ব্যবসার আয়ে সুখি পরিবারই ছিল। বর্তমানে জুসেদ ও নোমানের ন্যায় করুণ পরিনতি ঘটেছে গোপী ও তার পরিবারে। এঘটনায় শংকায় ও উৎকণ্ঠিত হয়ে পড়েছে এলাকাবাসীও। ঘটনার খবরে জুসেদ, নোমান ও গোপী’র পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দেখা সাক্ষাৎ করেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। তিনি প্রাপ্ত তথ্য উপাত্ত ও দালালের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে শিবপাশা ইউ.পি’র মেম্বার আব্দুল আজিজ এর ০১৭১২৪৯৬৭৬১ নাম্বারে গতকাল শনিবার সোয়া ২টায় কথা বলেন। এ বিষয়ে পরোক্ষ জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, চট্টগ্রামের টেকনাফের ফিরুজ নামীয় দালালের সাথে ওরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগাযোগ করে মালয়েশিয়া যেতে গিয়ে মানব পাচারকারীর কবলে পড়েছে বলে তার ধারণা। তিনি জুসেদ, নোমান ও গোপীকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com