বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জাসদ’র হবিগঞ্জ পৌর কমিটি গঠিত আশিক সভাপতি, সাম্মু সম্পাদক কুদ্দুছ সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৪০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ হবিগঞ্জ পৌর শাখা গঠিত হয়েছে। শাহ আশিকুর রহমানকে সভাপতি, মঈনউদ্দিন আহমেদ চৌধুরী সাম্মুকে সাধারণ সম্পাদক ও মোঃ আবদুল কুদ্দুছকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা জাসদের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা জাসদ সভাপতি চৌধুরী খায়রুল মনসুর মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সাবেক সভাপতি এডভোকেট তুরাব আলী খন্দকার ও সাবেক পৌর কমিশনার রফিকুল বারী মামুন। বক্তব্য রাখেন জেলা জাসদ নেতা শফিকুল বারী আওয়াল, সৈয়দ আব্দুল মালেক, তোতা মিয়া চৌধুরী, ওয়াহিদুজ্জামান মাসুদ, সমীর চন্দ্র বণিক, জিয়াউল হাসান মাহিন, শাকিল মোহাম্মদ, এডভোকেট নজরুল আজিজ জুনেদ, আবু হেনা মোস্তফা কামাল, শাহ মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ কামাল উদ্দিন, চন্দন দেব, মোঃ ছাদ আলী প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে ৪৭ সদস্য বিশিষ্ট জাসদ হবিগঞ্জ পৌর কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- ইসমাঈল আহমেদ সেলিম, আখলাক হোসেন মানু, স্বপন দেব উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক-ইসমত খান চৌধুরী শাহীন, কোষাধ্যক্ষ মোঃ আমিনুর রহমান দিপু, দপ্তর সম্পাদক- চন্দন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জাহেদুল কিবরিয়া শাহীন, জনসংযোগ সম্পাদক- কল্লোল মোদক রাজু, সমাজসেবা সম্পাদক- মোঃ শাহাব উদ্দিন, শ্রমবিষয়ক সম্পাদক- মাহফুজুর আহসান বাবলু, কৃষি সমবায় ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক- তুষার রায় জোটন, মহিলা বিষয়ক সম্পাদক- সুরাইয়া আক্তার রুমী, শিক্ষা বিষয়ক সম্পাদক- মোঃ আব্দুল মতিন, আইন বিষয়ক সম্পাদক- মোঃ সোহরাব খাঁন, জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- ধীমান কান্তি দাস, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক- মনির আহমেদ, সংখ্যালঘু-ক্ষুদ্রজাতিসত্ত্বা ও আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক সম্পাদক- স্বপন দেব, পরিবেশ বিষয়ক সম্পাদক- সুদ্বীপ দাশ রুপু, সদস্য- মোঃ আব্দুল বাছেত, এনামুল হক খান, বিপ্লব রঞ্জন দেব বাপ্পী, হামিদুল হক হেলাল, বিশ্বজিৎ পুরকায়স্থ মিঠু, ছাদেকুর রহমান রাজু, অজেয় বিক্রম দাশ শিবু, রেজাউল হক শায়ের।
সভার শুরুতে সাবেক জাসদ নেতা এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ ও জাসদ নেতা চন্দন দেবের বাবা দ্বিজেন্দ্র লাল রায় (খোকা)’র মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় বক্তাগণ বলেন- যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করতে হবে। যারা এ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এছাড়া সারাদেশে সন্ত্রাস-নাশকতাসহ সাম্প্রদায়িক শক্তির উত্থানের বিরুদ্ধে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। সভা পরিচালনা করেন জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট তাজ উদ্দিন আহমেদ সুফী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com