বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংর্ঘষের ঘটনা মীমাংসার জন্য শালিস কমিটি ২য় দফা বৈঠক ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড চুনারুঘাটে ধর্ষণের চেষ্টার দায়ে যুবকের ৫ বছর জেল হবিগঞ্জ শহরে অবৈধ দোকানপাট উচ্ছেদ হবিগঞ্জ বিআরটিএ অফিসের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক ১ ॥ জাল কাগজপত্র জব্দ হবিগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গনে এনসিপি’র সমাবেশের অনুমতি দেয়নি জেলা প্রশাসক প্রতিবাদে নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন মাধবপুরে ১ বোতল মদসহ আটক ২ চুনারুঘাটে অনুপ্রবেশকালে প্রতিবন্ধী ব্যক্তি আটক বৈষম্য মামলার আসামি সোহেল সেনাবাহিনীর হাতে আটক নবীগঞ্জে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে বৃদ্ধ নিহত

কামারুজ্জামানের স্মরণে জেলা জামায়াতের গায়েবানা জানাযা

  • আপডেট টাইম সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল, দৈনিক সংগ্রামের সাবেক নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক সোনার বাংলার সম্পাদক, প্রথিত যশা সাংবাদিক ও বুদ্ধিজীবী শহীদ মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাযা আদায় করেছে হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। গতকাল দুপুর ২টায় শহরের একটি মিলনায়তন ময়দানে জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমানের ইমামতিতে উক্ত জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদানকালে জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন-ইসলামী আন্দোলনের পূরোধা ব্যক্তিত্ব শহীদ কামারুজ্জামানকে হত্যা করার মাধ্যমে বর্তমান সরকার ইসলামী আন্দোলনকে নিঃশেষ করার যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা তাদের জন্যেই একদিন কাল হয়ে দাড়াবে। তিনি আরো বলেন, শহীদ কামারুজ্জামান মরে নাই বরং তিনি তার আদর্শের মাধ্যমে এদেশের বিশাল জনগোষ্ঠীর হৃদয় গভীরে বেঁচে থাকবেন অনন্তকাল। উনার শোককে শক্তিতে পরিণত করে অচিরেই এদেশের মসনদ থেকে আওয়ামী সরকারকে উৎখাত করে একটি কল্যাণকামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী আন্দোলনের এ মহান নেতার প্রতি ফোটা রক্তের বদলা নেওয়া হবে, ইনশাআল্লাহ। তিনি সোমবারের হরতালকে সর্বাত্মক সফল করার জন্য জেলাবাসীকে আহ্বান জানান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- জামায়াতের ইসলামীর জেলা নায়েবে আমীর আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী, সাবেক জেলা সেক্রেটারী ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আব্দুস শহীদ, সাবেক জেলা সেক্রেটারী এ.এ. সিদ্দিকী, সহকারী জেলা সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, পৌর আমীর কাজী মহসিন আহমদ, সদর থানা আমীর মাওলানা শেখ আব্বাছ আলী, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইকবাল আহমদ চৌধুরী, সাবেক জেলা সভাপতি মাওলানা তাসলীম আলম মাহদী ও প্রভাষক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, জেলা এইচ.আর.ডি সম্পাদক মুহাম্মদ হাবীবুর রহমান খান, জেলা প্রকাশনা সম্পাদক এসএম  নাদির শাহ, জেলা দপ্তর সম্পাদক শামছুদ্দোহা, জেলা অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ছাত্রকল্যাণ সম্পাদক মু. সাইফুল ইসলাম, শহর সভাপতি মোস্তফা কামাল, কলেজ সভাপতি মোস্তফা আল হোসাইন, সদর থানা সভাপতি আজহারুল ইসলাম, শিবির নেতা মহিবুর রহমান, পলিটেকনিক সভাপতি আঃ সালাম, জামায়াত নেতা মাওলানা নূর উদ্দীন, আমজাদ হোসেন মনি প্রমুখ। জানাযায় জামায়াত শিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com