এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর গ্রামে রহস্যজনক ভাবে নিহত মা রুমেনা বেগম, ছেলে মুছা মিয়া ও মেয়ে মুসলিমা খাতুনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীর বাড়ির কাজের লোক হাছান মিয়া (১৯) নামের এক ব্যক্তিকে গত সোমবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হাছান মিয়া বানিয়াচং থানার উমরপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে জেলহাজতে আটককৃত নিহতের স্বামী ফরিদ উদ্দিনের বাড়িকে শ্রমিক হিসেবে কৃষি কাজ করতো। গতকাল মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লখ্য, গত ২২ মার্চ রবিবার সকালে উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বড় ভাকৈর গ্রাম থেকে গৃহবধু রুমেনা বেগম (৩০), ছেলে মুছা মিয়া (৭) ও মেয়ে মুসলিমা খাতুন (৫) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী ফরিদ উদ্দিন ও তার পরিবার এ ঘটনাকে আত্মহত্যা দাবী করলেও নিহতের পিতার পরিবার ও এলাকাবাসী এ ঘটনাকে পরিকল্পিত ভাবে হত্যা কান্ড দাবী করে আসছেন। এ ঘটনায় রুমেনা বেগমের চাচা আশুক মিয়া বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে স্বামী ফরিদ উদ্দিনকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডের আবেদন করে কোর্টে প্রেরন করেন। ইতিমধ্যে বিজ্ঞ আদালত ফরিদ উদ্দিনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করলে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করেছেন। তবে জিজ্ঞাসাবাদে পুলিশ তার নিকট তেকে গুরুক্ষপূর্ণ তথ্য উদ্ধার করেছে বলে সূত্র জানায়। এসআই আশেকুল ইসলাম জানান, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।