প্রেস বিজ্ঞপ্তি ॥ নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দে মহাঅষ্টমী পূজা স্থানে আগত ভক্তদের পদদলিতে ১০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন হবিগঞ্জ জেলা হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জেলা হিন্দু মহাজোট আহ্বায়ক এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, সদস্য সচিব সুনীল চন্দ্র দাস, জেলা যুব হিন্দু মহাজোট আহ্বায়ক প্রদীপ দাশ সাগর, সদস্য সচিব দিবাকর, জেলা হিন্দু ছাত্র মহাজোট সভাপতি বিভাক রায় বাপ্পী ও সাধারণ সম্পাদক মৃদুল গোপ। প্রয়াতদের আত্মার সদগতি কামনা করেন। ভবিষ্যতে এ ধরণের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান।